শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

প্রথমবার ‘পপাই’র কনসার্ট

শোবিজ প্রতিবেদক

প্রথমবার ‘পপাই’র কনসার্ট

২৪ মে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘ইভেন্টহোলিক’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পপাই বাংলাদেশ’-এর প্রথম একক কনসার্ট ‘পপাই-আ নাইট টু রিমেম্বার’। এই কনসার্টে প্রথমবার শ্রোতাদের সামনে টানা দুই ঘণ্টা পারফরম করবে পপাই। কনসার্ট প্রসঙ্গে রাফফান ইমাম (পপাই) বলেন, ‘সম্ভবত এটা বছরের শেষ শো। এরপর এই বছরে বাংলাদেশে আসা হয় কি-না, নিশ্চিত না। এই সলো শো-টা আমাদের কাছে বিশেষ। কনসার্টে অনেক গানের অনুরোধই আমার কাছে আসে, কিন্তু সময় স্বল্পতার কারণে সব গান তো করা সম্ভব নয়। সলো কনসার্টটা এদিক দিয়ে আলাদা। আমরা সব গান করার সময় পাব। যারা আসবেন তারা সবাই শুধু আমাদের গানই শুনতে আসবে; সুতরাং তাদের সঙ্গে ভাববিনিময়ের ব্যাপারটাও ঘটে যাবে।’

জানা গেছে, বিকাল ৪টা থেকে ভেন্যুতে প্রবেশ করা যাবে। গেস্ট ব্যান্ড ‘লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন’ এবং ‘ফ্রিকোয়েন্সি ২.০’ এর পরিবেশনার পর মঞ্চে উঠবে ‘পপাই’। ‘পপাইর বর্তমান লাইনআপ- রাফফান ইমাম ‘পপাই’ (ভোকাল), রবি (ড্রামস), শাফাত (গিটার), তালাত (গিটার), তানসিফ (বেস গিটার), প্রমিত (কি-বোর্ড), রাফি (ম্যানেজার)।

 

সর্বশেষ খবর