শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

আফজাল হোসেনের কবিতা থেকে গান

শোবিজ প্রতিবেদক

অভিনয় আর নির্মাণের পাশাপাশি কিংবদন্তি আফজাল হোসেন এবার গীতিকবিও বটে। তানভীর তারেকের সুর-সংগীত ও কণ্ঠে বিশেষ এ গানটি প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। শিরোনাম- ‘কবে ও কীভাবে’।

এটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকণার আমরা আদর্শলিপির’ থেকে নেওয়া। গানটির ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান। তানভীর তারেক বলেন, ‘এত বড় গুণী মানুষ আমাকে ভালোবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি।’ আফজাল হোসেন বলেন, ‘ভালো কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’ ‘সাউন্ডস অব তানভীর’ চ্যানেলে গানটি অবমুক্ত হবে।

সর্বশেষ খবর