শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদের ছোট পর্দা তটিনীর

শোবিজ প্রতিবেদক

ঈদের ছোট পর্দা তটিনীর

এবার ঈদের ছোট পর্দা থাকছে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর দখলে। অর্ধডজনেরও বেশি নাটক নিয়ে টিভি পর্দায় দর্শকমন মাতাতে আসছেন তিনি। ক্যারিয়ারের অল্প সময়ে তটিনী সবার কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। গত রোজার ঈদে এ অভিনেত্রীর নাটকগুলো প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কাজ করছেন আসন্ন ঈদের জন্য। তটিনীর এখন দিন-রাত সময় কাটছে লাইট-ক্যামেরায়। তবে এ ঈদে তুলনামূলক কম কাজ করছেন তটিনী। বেছে বেছে ৫-৬টি নাটকে তার দেখা মিলবে বলে জানিয়েছেন তিনি। তটিনী বলেন, এবার তুলনামূলক কম কাজ করছি, যাতে মানটা ভালো হয়। পাঁচ-ছয়টির মতো হবে। এর মধ্যে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ভেতরে বাহিরে’ নিয়ে বেশ আশাবাদী। নব্বই দশকের গল্পে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘নয়ন তারা’ করেছি, সেটিও দর্শক পছন্দ করবে আশা করি। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি সুন্দর গল্পে অভিনয় করেছি। এ ছাড়া রয়েছে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ-সাভ’ নাটকটি। এবারই প্রথম প্রবীর রায়ের পরিচালনায় কাজ করলেন তটিনী। নাটকটি রোমান্টিক গল্পের। এতে তার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তটিনী বলেন, ‘আমরা যারা এ সময়ে অভিনয় করছি, তাদের সবারই বিশেষ ইচ্ছা থাকে প্রবীর দাদার সঙ্গে কাজ করার। তিনি খুব সুন্দরভাবে রোমান্টিক গল্প বলেন। আমারও ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার, অবশেষে তা পূরণ হলো। শুটিংয়ে এসে মনে হয়েছে, পুরো সিনেম্যাটিক আবহে কাজ করছি।’ সম্প্রতি ইউটিউবে প্রচারে এসেছে তটিনীর নতুন নাটক ‘তোর জন্য মরতে পারি’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে গ্রামের মেয়ে, কলেজছাত্রীর  চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রেমের গল্পের এ নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর