শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদে কীর্তিমান সোহেল রানা...

শোবিজ প্রতিবেদক

ঈদে কীর্তিমান সোহেল রানা...

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজন ‘কীর্তিমানের গল্পকথা’র এবারের অতিথি বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয়শিল্পী, নায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার নির্মাণ হয়েছে এ অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব। গত ৯ জুন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের অডিটরিয়ামে সেট বানিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা ব্যাপ্তিকালের এ অনুষ্ঠানে আলাপন ও তথ্যচিত্রের মাধ্যমে সোহেল রানার জীবনের নানা দিক তুলে ধরা হবে। জানা যাবে তার পরিবার, বেড়ে ওঠা, শৈশব-কৈশোর, বর্ণাঢ্য ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার, চলচ্চিত্রে আগমন, চলচ্চিত্রে কিংবদন্তিতুল্য মানুষ হয়ে ওঠার গল্প। অন্যান্য অঙ্গনের কিংবদন্তিদের মতো এর আগে চলচ্চিত্র অঙ্গনের নায়করাজ রাজ্জাক, কবরী, ফারুক, সুজাতা, ছটকু আহমেদের মতো কিংবদন্তিদের জীবনীও গত বছরগুলোর এ অনুষ্ঠানের নানা পর্বে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন কলামিস্ট, লেখক, টিভি অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র নির্মাতা সাজ্জাদ কাদির ও নাজনীন দীপা। নির্মাণ ও উপস্থাপনা করেছেন সাজ্জাদ কাদির। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। কীর্তিমানের গল্পকথা ঈদের চতুর্থ দিন রাত ৯টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে।

 

সর্বশেষ খবর