শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

দর্শক নজর কেড়েছে ওটিটির আয়োজন

দর্শক নজর কেড়েছে ওটিটির আয়োজন

এক সময় আনন্দের মূল খোরাক ছিল শুধু টেলিভিশন। তবে সময় পাল্টেছে। এখন ওটিটির যুগ। অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ, যেগুলোর নেশায় মজে থাকছেন প্রায় সব শ্রেণির দর্শক। এ সময় বড় তারকারা বেশি সময় দিচ্ছেন ওটিটি বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমের ভিন্নধর্মী কাজে। তাই এ ঈদে ওটিটি প্ল্যাটফরমগুলোর বৈচিত্র্যময় কাজ নজর কেড়েছে দর্শকদের। ঈদে মুক্তি পাওয়া ওটিটি কনটেন্টগুলো নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

কয়েক বছরে প্রতিযোগিতার মধ্যে কাজের বৈচিত্র্যে এগিয়ে থাকছে ওটিটির বৈচিত্র্যময় কাজগুলো। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এ ঈদেও গল্পনির্ভর আর ভিন্ন স্বাদের কনটেন্ট নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফরম হইচই, বঙ্গ, চরকি, দীপ্তপ্লে ও আইস্ক্রিন। ঈদের আয়োজনে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে অবমুক্ত হয় কাজল আরেফিন অমির নির্মাণে সিরিজ ‘ফিমেল ৪’। শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের চতুর্থ কিস্তি নিয়ে হাজির হয়েছেন তিনি। এ সিরিজটি শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যবসায়িকভাবেও সফল হয়েছে বলে জানান বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান ও নির্মাতা অমি। অমি বলেন, ‘অসময়’ প্রথম দুই দিনে যে রেকর্ড করেছিল, এবার মুক্তির পর ৩ ঘণ্টায় তাই করেছে ‘ফিমেল ৪’। দেশ-বিদেশ থেকে ২ লাখের বেশি দর্শক দেখেছে শুধু রিলিজের প্রথম ৩ ঘণ্টায়। এ পর্যন্ত দেশ-বিদেশের অসংখ্য দর্শক সাবস্ক্রাইব করে দেখেছেন সিরিজটি। আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে। কনটেন্ট যারাই দেখছে ৮০ মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এ দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই।’ আশ্চর্যের বিষয় হচ্ছে- ফিমেল ৪ মুক্তির আগে অযাচিত একটি বিষয় নিয়ে সমালোচনায় পড়েছিলেন অমি। অনেকে তার এ কনটেন্ট বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু মুক্তির পরের চিত্রটি পাল্টে যায়। সিরিজটিতে অভিনয়ে ছিলেন ইরেশ যাকের, মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, নীলাঞ্জনা নীলা প্রমুখ। এদিকে দেশের অন্যতম অভিনেতা অপূর্বকে নিয়ে হইচই-এর জন্য স্পিন-অফ সিরিজ ‘গোলাম মামুন’ নির্মাণ করেন শিহাব শাহীন। এ নির্মাতার ম্যাজিকে ফের মুগ্ধতা প্রকাশ করেছে দর্শক। হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের স্পিন-অফ ‘গোলাম মামুন’ সিরিজটি। আট পর্বের এ সিরিজটির গল্প থেকে নির্মাণ, অভিনয়- সবকিছু দুর্দান্ত হয়ে উঠেছে। অপূর্ব, ইমতিয়াজ বর্ষণ আর সাবিলার চমৎকার অভিনয় আর শিহাব শাহীনের দারুণ নির্মাণে কাজটি হয়ে উঠেছে অনবদ্য। গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। অপূর্বর এন্ট্রি থেকে শুরু করে তার ডায়ালগ, অ্যাকশন, ভিন্নলুকসহ সবকিছুই ভক্তদের নজর কেড়েছে। সাবিলা নূর ‘রাহী’ চরিত্রে আর ইমতিয়াজ বর্ষন রবিন চরিত্রেও অসাধারণ করেছেন। অন্যদিকে রাশেদ মামুন অপু, শার্লিন ফারজানা, সুষমা সরকার, নাফিস আহমেদ, সৈয়দ নাজমুস সাকিব, মাসুম বাশারসহ সবার অভিনয় সিরিজকে সামনের দিকে টেনে নিয়ে গেছে। ঈদে মুক্তি পাওয়া অন্যতম ওয়েব সিরিজ চরকির ‘বাজি’। এ সিরিজের মাধ্যমেই ওটিটি জগতে পা রেখেছেন জনপ্রিয় শিল্পী-অভিনেতা তাহসান খান। আর মিথিলা এর আগেও ওয়েব সিরিজে কাজ করেছেন। আরিফুর রহমানের পরিচালনায় ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। এতে ক্রিকেটার তাহসান ছাড়াও স্পোর্টস জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এ ছাড়াও আরও ছিলেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে। সবার অভিনয় ছিল উপভোগ্য। টান টান উত্তেজনায় সিরিজটি এগিয়ে গেছে। দীপ্ত প্লে প্ল্যাটফরমে মুক্তি পাওয়া আরেকটি উপভোগ্য ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’, যেটির নির্মাতা সঞ্জয় সমদ্দার। এ সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। মামুনুর রশিদ তানিমের রচনায় এ ওয়েব সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে দেখা যায় তানভীর হুরায়রা, টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগকে। যারা নিজ নিজ চরিত্রে চিত্রণে ছিলেন সপ্রতিভ। ‘পয়জন’-এর গল্পে দেখা যায় টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপারহিট সিনেমার দেখা পেয়েছেন চিত্রনায়িকা রুপা মির্জা। অনবদ্য অভিনয়ের সুবাদে পুরস্কারও বাগিয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। নিজের সাফল্য উদযাপনে আলো ঝলমলে পার্টির আয়োজন করেন রুপা। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রুপা মির্জার অন্ধকার অতীত সামনে আসে। শত্রু ও মিত্র, মুখ ও মুখোশের গোলকধাঁধায় পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ। এমনই এক নায়িকাজীবন ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’। প্রথমবারের মতো ঐতিহ্যে সমৃদ্ধ ফোক ফ্যান্টাসি গল্প নিয়ে তৈরি ‘সাত ভাই চম্পা’ মুক্তি দিয়েছে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিন। এতে ৫২টি জোনে বিভিন্ন চরিত্রে অমিত সিনহা, শানারাই দেবী শানু, নওশাবা আহমেদ, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়সহ ২০০ শিল্পী অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান, ইমতিয়াজ সজীব। এ ছাড়াও একই প্ল্যাটফরমে ‘আম কাঁঠালের ছুটি’ প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে স্ট্রিমিং হচ্ছে। দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা এ সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এটি শরীফ উদ্দিনের ‘মইন্না ভাই বল্লা রাশি’ ছোটগল্প অবলম্বনে নির্মাতার চিত্রনাট্যে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- যুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা তানজিল, ফাতেমা।

তবে একটি বিষয়ে ওটিটির দর্শকদের অভিযোগ যে, ওটিটির কনটেন্ট হতে হবে শুধু ওটিটির জন্য নির্মিত। এখনকার সময়ে কিছু প্ল্যাটফরম পুরনো সিনেমার কনটেন্ট ওটিটির কনটেন্ট বলে মুক্তি দিচ্ছে প্ল্যাটফরমে, যেটি সবার কাম্য নয়। বিশ্বের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমের সঙ্গে তাল মিলিয়ে ও বৈচিত্র্যময় গল্প নিয়ে তৈরি হোক-এটাই চাওয়া।

সর্বশেষ খবর