মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকবির কর্ম নিয়ে অণিমা রায়

শোবিজ প্রতিবেদক

বিশ্বকবির কর্ম নিয়ে অণিমা রায়

রবীন্দ্র সংগীতের প্রতি ভীষণ শ্রদ্ধা, ভালোলাগা নিয়েই ২০০৫ সালে ধানমন্ডিতে অণিমা রায় গড়ে তোলেন ‘সুরবিহার’ নামে একটি সংগীতবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। আজ থেকে ছয় বছর আগে তাঁর সেই স্বপ্নের প্রতিষ্ঠানটির আরও একটি শাখা চালু হয় রাজধানীর বনানীতে। যে কারণে প্রতিনিয়তই ‘সুরবিহার’ এর মাধ্যমে দেশে গানে নিজেদের প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার মতো শিল্পী বেড়েই চলেছে। আর এখানেই অণিমা রায়ের ভীষণ ভালোলাগা। অণিমা রায় একজন রবীন্দ্রসংগীত শিল্পী, তাই রবীন্দ্রসংগীতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়েই তাঁর স্বপ্ন বেশি। অণিমা রায় বলেন, ‘সত্যি বলতে কি জীবনের শেষ দিন পর্যন্ত বুকে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রসংগীতকে ধারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এখনতো চারদিকে অনেক মোহ। যে কারণে জীবনের পথে চলতে গিয়ে আমাদের স্বপ্নগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। রবীন্দ্রসংগীতের দিকে নিজেকে ধাবিত করা কত যে শান্তির পথ সেই বিষয়টা শিক্ষার্থীদের মধ্যে উপলব্ধি করিয়ে সত্যিকারের রবীন্দ্র নিবেদিত কিছু প্রাণ তৈরি করে যেতে চাই। যদি তাই করতে পারি তবে সেটাই হবে আমার জন্মের সার্থকতা। আমার বিশ্বাস আমি তা পারব।’

 

সর্বশেষ খবর