শিরোনাম
১ আগস্ট, ২০১৭ ০৫:৪০

কলকাতায় আমানের জোড়া ব্যস্ততা

অনলাইন ডেস্ক

কলকাতায় আমানের জোড়া ব্যস্ততা

কলকাতা জোড়া ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা। আলেয়া’ ও ‘গরম চা’ নামে ছবি দুটির মধ্যে প্রথমটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

অনিকেত চট্টোপাধ্যায় ও ড. হুমায়ুন কবির পরিচালিত ‘আলেয়া’ ছবিতে আমানের পাশাপাশি আরও দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি ও প্রিয়াঙ্কা সরকারকে। পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্যও লিখেছেন হুমায়ুন। আর প্রযোজনা করেছেন প্রদীপ চুড়িয়াল।

ছবি দু’টি প্রসঙ্গে আমান বলেন, 'আলেয়া ছবির দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘গরম চা’ছবিটিও দৃশ্যধারণের অপেক্ষায় আছে। এগুলো মুক্তি পেলে আমার ক্যারিয়ারে নতুন হাওয়া আসবে। তাই কাজ দু’টির সঙ্গে যুক্ত হয়ে আমি খুব আনন্দিত।’

হাফিজ উদ্দিন পরিচালিত ‘সেই তুফান’ ছবির মাধ্যমে ২০০৮ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমান রেজা। তার প্রথম অভিনীত চলচ্চিত্র ‘সেই তুফান’ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। এখনও পর্যন্ত ২৯টির বেশি ছবিতে অভিনয় করেছেন আমান।

বিডি প্রতিদিন/০১ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর