শিরোনাম
৩ অক্টোবর, ২০১৭ ১০:৩৪

ঢাকা মেডিকেলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান ডা. এজাজ

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান ডা. এজাজ

স্বনামধন্য অভিনেতার পাশাপাশি ডা. এজাজুল ইসলাম একজন সুচিকিৎসক। সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন।

ডা. এজাজুল ইসলাম রংপুর মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৪ সালে সেখান থেকে এমবিবিএস পাশ করেন। এরপর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর করেন।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মাধ্যমে ডা. এজাজুল ইসলামের অভিনয় জীবন শুরু। হুমায়ূন আহমেদের একাধিক চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন। 'তারকাঁটা' চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর