শিরোনাম
১৩ জানুয়ারি, ২০১৮ ১৮:৪৫

অধরাকে বাপ্পীর হাতে তুলে দিবেন আমান

অনলাইন প্রতিবেদক

অধরাকে বাপ্পীর হাতে তুলে দিবেন আমান

সম্প্রতি ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত 'নায়ক' ছবির শুটিং শুরু হয়েছে এফডিসিতে। আজও সেখানে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এতে অভিনয় করছেন মৌসুমী, বাপ্পী, অধরা, আমান প্রমুখ। প্রথমবারের মত বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন অধরা।  

ছবিতে বাপ্পীর অনেক ইচ্ছে থাকে, কিন্তু কখনো সেগুলো পূরণ হয় না। নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেই ভিলেন হয়ে যান বাপ্পী! অন্যদিকে অধরাকে ভালোবাসেন আমান। কিন্তু অধরা ভালোবাসেন  বাপ্পীকে। এক পর্যায়ে অধরাকে বাপ্পীর হাতে তুলে দেন আমান নিজেই। এভাবেই ছবির কাহিনী এগুতে থাকে। 

যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর