বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
আমিনবাজার ট্র্যাজেডি

চার্জশিট গৃহীত, আসামিদের গ্রেফতারের নির্দেশ

চার্জশিট গৃহীত, আসামিদের গ্রেফতারের নির্দেশ
ঢাকার আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক ৩৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম এ আদেশ দেন। এই মামলায় বাকি ২৪ আসামির মধ্যে ১৩ জন জামিনে আছেন। জামিনে থাকা আসামিদের মধ্যে তিনজন গতকাল আদালতে অনুপস্থিত থাকায় তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পলাতক এসব আসামিক গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গত ৭ জানুয়ারি র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভিকটিম আল-আমিনকে ডাকাতি মামলা থেকেও ওইদিন অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৮ জুলাই রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বরদেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারে আসামিরা। অভিযোগপত্রভুক্ত ৬০ আসামি হলো_ আবদুল খালেক, সাঈদ মেম্বার, আবদুর রশীদ, ইসমাইল হোসেন রেপু, নিহার ওরফে জমসেদ আলম, মীর হোসেন, মজিবুর ওরফে বরিশাইল্যা মজিবুর, কবির হোসেন, আনোয়ার হোসেন, রজব আলী সোহাগ, আলম, মো. রানা, আবদুুল হামিদ, আসলাম মিয়া, শাহিন আহমেদ, ফরিদ খান, রাজিব হোসেন, রহিম ওরফে হাতকাটা রহিম, ওয়াশিম, সেলিম (১), সানোয়ার, শামসুল হক, রাশেদ, সাইফুল, সাগর, সেলিম (২), আক্তার, মনির, সাকিব, আলমগীর, আনোয়ার হোসেন, মোবারেক, অকিল, বশির, রুবেল, নুরুল ইসলাম, আমিন, সালেহ আহমেদ, শাহাদাৎ হোসেন, টুটুল, তুহিন, মাসুদ, নিজাম, মোখলেছ, কালাম, আফজাল, বাদশাহ, তোতন, সাইফুল, রহিম, শাহজাদা, সুলতান, মোস্তফা, নোমান, আমিন, এনায়েত, হায়দার, খালেদ, ইমন, দুলাল এবং তালাত। এদের মধ্যে দোষ স্বীকার করে ১৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।

সর্বশেষ খবর