বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

আরও দুই মামলায় গ্রেফতার ফখরুল

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধের ঘটনায় করা আরও দুটি মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের কর্তব্যকাজে বাধা ও বিস্ফোরকদ্রব্য আইনে পল্টন ও কলাবাগান থানায় করা দুটি মামলায় গতকাল তাকে গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে ওই দুই মামলায় তাকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়। পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিসুর রহমান জানান, কলাবাগান থানার মামলায় ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন হেফাজতের আবেদন শুনবেন। আর পল্টন থানার মামলাটিতে হেফাজতের আবেদনের শুনানি হবে ২৭ জানুয়ারি, মহানগর হাকিম রেজাউল ইসলামের আদালতে। মির্জা ফখরুল বর্তমানে কাশিমপুর কারাগারে অন্তরীণ। হেফাজতের আবেদনে পল্টন থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম বলেন, ফখরুলের নির্দেশেই বিএনপি কর্মীরা হাতবোমা ফাটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশের ওপর হামলা করে তাদের হত্যার চেষ্টা করেছেন। কলাবাগান থানার মামলায় হেফাজতের আবেদন করেন উপ-পরিদর্শক দেবরাজ চক্রবর্তী। এর আগে পল্টন ও শেরেবাংলানগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাইকোর্টে যান এই বিএনপি নেতা। হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলেও পর দিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পান ফখরুল। তবে মতিঝিলের মামলায় তার আবেদন নাকচ হয়ে যায়। এর আগে হরতালে গাড়িতে অগি্নসংযোগ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর কাশিমপুর কারাগারে মাসখানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।

সর্বশেষ খবর