বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

পিপার স্প্রে ব্যবহারে মৃত্যুর আশঙ্কা নেই

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাম দলের ডাকা হরতালের কোনো নৈতিক ভিত্তি নেই। ছিল না এই হরতালের কোনো ব্যাপকতা, এটি ব্যর্থ হয়েছে। আর পুলিশ যে স্প্রে প্রয়োগ করছে তাতে মৃত্যুর আশঙ্কা নেই। তবে অন্ধ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত নন বলে জানান। বাম দলের হরতাল সম্পর্কে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম আমরা বাড়াইনি, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। বছরের পর বছর ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। এ সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এতটা কমেনি যে, সরকার দাম কমাতে পারে।' তিনি বলেন, সংবিধান সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। কিন্তু হরতাল হচ্ছে সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার। যৌক্তিক ও নৈতিক কারণ ছাড়া যখন-তখন হরতাল ডাকা ঠিক নয়। আর আইন করে হরতাল বন্ধ করার পক্ষেও আমি নই। সাম্প্রতিক সময়ে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি ঠেকাতে সরকারের আচরণ বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল কি না জানতে চাইলে এটিকে নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি আদায়ের অনেক পদ্ধতি রয়েছে। কিন্তু তারা সেটা না করে যখন-তখন ঢাকায় এসে রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করছেন, শহীদ মিনারে যাচ্ছেন_ এটি হতে পারে না। ঢাকায় কোনো সভাসমাবেশ করতে হলে পুলিশের পূর্বানুমতি নিতে হয়। নতুবা সেটি বেআইনি হয়ে যায়। বেআইনি সভাসমাবেশ বন্ধে পুলিশ সবকিছু করতে পারে। শিক্ষকদের কর্মসূচিতে পিপার স্প্রে ব্যবহার এবং এ কারণে একজন শিক্ষকের মৃত্যুর অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে মৃত্যুর কোনো আশঙ্কা নেই। যদি না কারও কোনো পূর্ব দুরারোগ্য ব্যাধি না থেকে থাকে। তবে ময়নাতদন্তেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, এই স্প্রের ব্যবহার অতীতেও অনেকবার হয়েছে। আমরা এটিকে আরও সূক্ষ্মভাবে ব্যবহারের চেষ্টা করছি। রাবার বুলেটের ব্যবহার কমাতে এর প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর