বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

আজ বিপিএলের বর্ণাঢ্য উদ্বোধন

আজ বিপিএলের বর্ণাঢ্য উদ্বোধন
অনেক নাটকের পর অবশেষে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়াই বিপিএল দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। খেলা মাঠে গড়াবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠান বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। শেষ মুহূর্তে এসে পাকিস্তানি ক্রিকেটারদের না খেলার খবরটি বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের খানিকটা হতাশ করলেও উদ্বোধনী অনুষ্ঠানে কোনো কিছুর কমতি রাখতে চান না আয়োজকরা। বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন তো পাকিস্তানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাই উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করে তিনি দেখিয়ে দিতে চান। এবার উদ্বোধনী অনুষ্ঠানের বেশিরভাগ সময় ধরেই থাকবে বাংলাদেশের পরিবেশনা। গান গাইবেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, জনপ্রিয় শিল্পী মমতাজ, নগরবাউলের জেমস ও ব্যান্ড ওয়ারফেজ। তবে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বলিউডের জনপ্রিয় গায়ক পাকিস্তানি আতিফ আসলাম, সুনীতি চৌহান ও আবেদনময়ী নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০৬ সালে শ্রীলঙ্কান মিস ইউনিভার্স পুরস্কার কিংবা 'মার্ডার ২' ছবির জন্য যেমন জ্যাকুলিন ফার্নান্দেজের বিশ্বজোড়া খ্যাতি, তেমনি ওহ লামহে, তেরা হোনে লাগ হো, তেরে লিয়ে, পিয়া ও রে পিয়া হিন্দি গানের জন্য আতিফ আসলাম ভক্তদের মন কেড়েছেন। সুনিধি চৌহানও তো কম নয়। 'শিলা কি জোয়ানি' গান দিয়ে উপমহাদেশ মাত করে দিয়েছেন। এ তিন তারকাই এবার মাতাবেন বিপিএল দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। সুন্দরী জ্যাকুলিনের নৃত্য ও আতিফ আসলাম ও সুনীতি চৌহানের সুরের ঝঙ্কার অনুষ্ঠানকে দেবে এক মোহনীয় রূপ। উদ্বোধনী অনুষ্ঠানে সাত দলের ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন। একে একে সাত মডেল মাঠে প্রবেশ করবেন সাত দলের নাম লেখা প্লাকার্ড হাতে। তাছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের ঐতিহ্য নিয়েও থাকবে একটি বড় আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান দুই অংশে বিভক্ত। সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রি-শো। মূল অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীতের মধ্য দিয়ে। তারপর রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। বক্তব্য রাখবেন বিসিবি সভাপতি, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ও গেম অনের চেয়ারম্যান। রাষ্ট্রপতি বিপিএলের উদ্বোধন ঘোষণা করার পর সংক্ষিপ্তাকারে আতশবাজি হবে। সব শেষে মঞ্চে উঠবেন আতিফ আসলাম। ঠিক ১০টায় অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আতশবাজির রঙিন আভায় উদ্ভাসিত হবে মিরপুরের আকাশ।

সর্বশেষ খবর