বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

তলাবিহীন ঝুড়ি নয় বাংলাদেশ

ড্যান ডব্লিউ মোজেনা

তলাবিহীন ঝুড়ি নয় বাংলাদেশ
বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, খাদ্যবিপ্লবের দেশ- এ মন্তব্য ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনার। তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের দেওয়া 'তলাবিহীন ঝুড়ি' উপমার সমালোচনা করে আরও বলেন, বহু আগে একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু তা যদি সত্যি হতো তবে কীভাবে এই ঝুড়ি এখন পরিপূর্ণ হয়ে শস্য উপচে পড়ছে? গতকাল রাজধানীর একটি হোটেলে ইউএসএআইডি আয়োজিত 'খাদ্য নিরাপত্তা সমীক্ষার উপাত্ত ও ফলাফল বিতরণ' শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। ড্যান ডব্লিউ মোজেনা আরও বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ খাদ্যবিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিপ্লবে জয়ী হতে চলেছে। কিছু লোক একে অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করলেও আমি বিশ্বাস করি, বাংলাদেশ আগামী এক দশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। লাখ লাখ কৃষকের পরিশ্রমের ফলেই বাংলাদেশ খাদ্যঝুড়িতে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর