বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

প্রমাণ পেলে আবুলকেও আসামি করা হবে : দুদক

পদ্মা সেতু দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে গ্রহণযোগ্য প্রমাণ পেলে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও আসামি করা হবে। গতকাল বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এবং দুদকের উদ্দেশ্য এক ও অভিন্ন। উভয়ের লক্ষ্য পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রকারীদের আইনের মুখোমুখি করা। তারা (বিশেষজ্ঞ প্যানেল) চায় সুষ্ঠু তদন্ত হোক, আমরাও তা চাই। ওদের দেশে দুর্নীতির ষড়যন্ত্রের সন্দেহ করলেও আসামি করা যায়। আমাদের দেশে সীমাবদ্ধতা আছে। আমরা কেবল গ্রহণযোগ্য প্রমাণ পেলেই আসামি করতে পারি। তদন্তে যাদের নাম ও উপযুক্ত তথ্য পাওয়া যাবে তারাই আসামি হবেন। কাউকে ছাড় দেওয়ার অবকাশ নেই। তবে, গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলা যায় না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সব উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে কাজ চলছে। সময়মতো বিশ্বব্যাংকের চিঠিরও জবাব দেওয়া হবে। এর মাধ্যমে তাদের সব শঙ্কা ও উদ্বেগ নিরসন হবে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি সংক্রান্ত মামলায় দুদকের তদন্ত কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে গত মঙ্গলবার বিশেষজ্ঞ প্যানেলের প্রধান লুই মোরেনো ওকাম্পো বিবৃতি দেওয়ায় পর গতকাল সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান দুদক চেয়ারম্যান।

সর্বশেষ খবর