বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

সাবেক সচিব মোশাররফ সাসপেন্ড

সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় তিনি প্রধান আসামি। এর আগে সরকার তাকে সেতু বিভাগ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে দীর্ঘ ছুটিতে পাঠিয়েছিল। তার বরখাস্ত সংক্রান্ত আদেশ গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২৬ ডিসেম্বর মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। এ কারণে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পদ্মা সেতুর পরামর্শকের কাজ কানাডিয়ান কোম্পানি এসএনসি লাভালিনকে পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মামলা করে। এরপর নিয়ম অনুযায়ী মোশাররফ হোসেনসহ সরকারি চাকরিজীবী আসামিদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরসমূহে চিঠি পাঠায় দুদকের তদন্ত দল। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

সর্বশেষ খবর