শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা
সাক্ষাৎকারে আল্লামা শফী

কিছু কারণে এখন কর্মসূচি দেওয়া হচ্ছে না

কিছু কারণে এখন কর্মসূচি দেওয়া  হচ্ছে না
শাপলা চত্বরের অবরোধের পর কয়েকদিন ধরে নিশ্চুপ থাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী কিছু কারণে এখন কর্মসূচি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করে বলেছেন, ১৩ দফা না মানলে বাংলাদেশ হবে কমিউনিস্টদের দেশ। দাবি আদায়ে মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তিনি। শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও মামলার পর শীর্ষ নেতারা অনেকে যখন পলাতক, হরতাল ঘোষণা করেও ফের পিছু হটার পর সংগঠনটির আমির প্রথমবারের মতো মুখ খুললেন বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধির কাছে। তার সঙ্গে আলাপচারিতার উল্লেখযোগ্য অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো। বাংলাদেশ প্রতিদিন : শাপলা চত্বরের ঘটনার পর থেকে তো হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি নেই। হেফাজত কি ১৩ দফা দাবি থেকে সরে এসেছে? আল্লামা আহমদ শফী : না। হেফাজতে ইসলাম এখনো আগের অবস্থানে আছে। কিছু কারণে এখন কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না। প্রশ্ন : ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজত এত মরিয়া কেন? উত্তর : আমাদের এ আন্দোলন কাউকে লাভবান বা ক্ষতি করার জন্য নয়। এ আন্দোলন ইমান রক্ষার। হেফাজতের দাবিগুলো সংবিধান বা গণতন্ত্রের জন্য হুমকি নয়। তাই সরকারের উচিত ১৩ দফা দাবি মেনে নেওয়া। হেফাজতের ১৩ দফা না মানলে বাংলাদেশ কমিউনিস্টদের দেশে পরিণত হবে। তাই হেফাজত ১৩ দফা আদায়ের জন্য সংগ্রাম করছে। প্রশ্ন : আপনাদের এ আন্দোলন আর কতদিন চলবে? উত্তর : ১৩ দফা আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। দাবি আদায় না হলে প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায়ের আন্দোলন থেকে হেফাজত কখনো পিছপা হবে না। প্রশ্ন : শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর দাবি মেনে নেওয়ার জন্য সরকারের সঙ্গে এরই মধ্যে কোনো আলোচনা হয়েছে কি? উত্তর : হেফাজত দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশ্ন : গ্রেফতার হওয়া নেতা-কর্মীর মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি? উত্তর : সম্ভবত, ঢাকার কয়েকজন নেতা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছেন। তাদের মুক্তির বিষয়টি এখন সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। প্রশ্ন : আলেম সমাজের একটি অংশ আপনার ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। এ অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কী? উত্তর : যারা হেফাজত ও আমার বিষয়ে অভিযোগ তুলেছেন, তাদের দেশের জনগণ বয়কট করা শুরু করেছে। দেশের মানুষ এখন তাদের প্রত্যাখ্যান করে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। কে ভালো করছেন, আর কে খারাপ করছেন তা দেখার জন্য আল্লাহ রয়েছেন। তিনি একদিন সবকিছুর বিচার করবেন। যারা আমাদের অপবাদ দিচ্ছেন এবং আমাদের প্রতি অবিচার করেছেন তার ফলও একদিন তাদের ভোগ করতে হবে। আমরা সব বিচার এখন আল্লাহর কাছেই দিচ্ছি।

সর্বশেষ খবর