শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

শেখ হাসিনাকে ২৫ কংগ্রেসম্যানের চিঠি

গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য মজুরি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন প্রভাবশালী ২৫ মার্কিন কংগ্রেস সদস্য। তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার সুসংহত করতে অবিলম্বে ব্যাপকভিত্তিক, সুস্পষ্ট ও সবার অংশগ্রহণমূলক পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দিয়েছেন। খবর এনার। চিঠিটি গত ১৬ মে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়। স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির নেতা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলসি, বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কো-চেয়ার যোসেফ ক্রাউলি, হাউসে ডেমোক্রেটিক পার্টির হুইপ স্টেনি হয়েরও রয়েছেন। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না উল্লেখ করে চিঠিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, 'বাংলাদেশের মানুষের সার্বিক কল্যাণ নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস সবসময় উদ্বিগ্ন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার ও কর্মস্থলের মৌলিক নিরাপত্তা নিশ্চিতে জোরদার পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে অতিদ্রুত সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। আমরা বিচলিতবোধ করছি যে, গার্মেন্ট শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি দেওয়া হচ্ছে না।' কংগ্রেস সদস্যরা বলেন, 'আমরা মনে করি, কঠোর ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। শ্রমিক অধিকার আইন প্রণয়নে সরকারের দ্বিধাহীন সমর্থন থাকা প্রয়োজন। আইন যথাযথভাবে প্রয়োগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কার্যকর হবে বলে আমরা আশা করি। এর ফলে শ্রমিকরা যেমন ক্ষমতায়িত হবেন, ঘন ঘন দুর্ঘটনাও রোধ করা যাবে।' সাভারে রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনে আগুনে বহু প্রাণহানির ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি কারখানায় দুর্ঘটনা ও শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের প্রসঙ্গও রয়েছে চিঠিতে। মার্কিন আইন প্রণেতারা বলেন, 'সাম্প্রতিক সময়ে আমাদের সহকর্মীদের অনেকে বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কয়েকটি বিষয়ের মধ্যে আমিনুল হত্যা, অগি্ননির্বাপক ব্যবস্থা ও শ্রমিকদের নিরাপত্তার প্রসঙ্গ উল্লেখযোগ্য। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সুযোগ দেওয়ার পাশাপাশি অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয়টিও ছিল।' চিঠিতে স্বাক্ষর করা অন্য কংগ্রেসম্যান ও কংগ্রেসওম্যানরা হলেন স্যান্ডার এম লেভিন, অ্যাডাম বি শিফ, চার্লস বি র্যাঙ্গেল, ক্যারলিন বি মেলনি, গ্রেস মেং, ফ্রেডরিকা এস উইলসন, ম্যাডেলাইন জিবরডেলো, বারবারা লি, এলিসন ওয়াই সোয়ার্টজ, আর্ল ব্লমেনোর, উইম ল্যাসি ক্লে, স্টিফেন এফ লিঞ্চ, জর্জ মিলার, রন কাইন্ড, ক্যারলিন ম্যাককার্থি, জেমস পি মর্যান, বেটি ম্যাককলাম, কিথ এলিসন, রাশ হোল্ট, ক্রিস ভ্যান হোলেন, গ্যারি সি পিটার্স ও বিল প্যাসক্রল জুনিয়র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বাজার। দেশটিতে জিএসপি সুবিধাও পাচ্ছেন রপ্তানিকারকরা। তবে দুর্ঘটনা ও শ্রমিক অধিকার প্রশ্নে ওই সুবিধা বহাল রাখা নিয়ে বিতর্ক চলছে। ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ও বিভিন্ন মানবাধিকার সংস্থাও এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর