শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সংসদে যোগ দেবে বিএনপি : মওদুদ

সংসদে যোগ দেবে বিএনপি : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে নয়, দেশ ও জনগণের স্বার্থে আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেবে বিএনপি। জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা আগামী সংসদ অধিবেশনে যাব। তবে সেখানে আমরা কতদিন থাকব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর। বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দিতে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যুব সমাবেশে এ কথা বলেন তিনি। স্বাধীনতা ফোরাম এ সমাবেশের আয়োজন করে। ব্যারিস্টার মওদুদ অভিযোগ করে বলেন, সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। আমাদের নেতার বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য রাখা হয়। এবারও যদি এ রকম অবস্থা ঘটে তাহলে আমরা সংসদে কীভাবে থাকব? তাই সরকারি দলের আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। সংলাপ প্রসঙ্গে সাবেক এ আইনমন্ত্রী বলেন, সরকার সংলাপের ব্যাপারে পুরনো কথা বলছে। শর্তহীন আলোচনার কথা বলে এখন নিজেরাই 'সংবিধানের আলোকে নির্বাচন হবে' এমন শর্ত জুড়ে দিচ্ছে। একদিকে বলা হচ্ছে, নির্দলীয় সরকারের দাবি মানা হবে না। অন্যদিকে সংলাপের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। তিনি বলেন, সংলাপের ব্যাপারে সরকারের বিন্দুমাত্র স্বদিচ্ছা নেই। এটি তাদের লোক দেখানো কৌশল ছাড়া কিছু নয়। ব্যারিস্টার মওদুদ বলেন, উভয় দল থেকে সংসদ সদস্য নিয়ে অন্তর্বর্তী সরকারের যে কথা প্রধানমন্ত্রী এখন বলছেন '৯৬ সালে এ বিষয়টিই তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারকে নিজের 'ব্রেইন চাইল্ড' আখ্যা দিয়ে শেখ হাসিনা ওই সময় বলেছিলেন, 'সংসদ সদস্যদের নিয়ে তো নির্দলীয় হলো না, এটার জন্য তো আর আন্দোলন করছি না।' তা হলে আমাদের প্রশ্ন, সেই একই বিষয় কীভাবে আমাদেরকে এখন মেনে নিতে বলছেন প্রধানমন্ত্রী? আমরা সরকারকে বলতে চাই, স্ববিরোধিতার রাজনীতি বর্জন করুন। আন্তরিকতা নিয়ে এগিয়ে আসনু, আমরা সাড়া দেব। ১৯৯৪ সালে নির্বাচন নিয়ে সংকট উত্তরণে কমনওয়েলথের সাবেক মহাসচিব স্যার স্টিফেন নিনিয়ানের উদ্যোগের কথা তুলে ধরে ব্যারিস্টার মওদুদ বলেন, ওই সময়ে স্যার নিনিয়ান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দলের পাঁচজন করে প্রতিনিধি নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছিলেন। তখনকার বিরোধীদলীয় নেতা (শেখ হাসিনা) বলেছিলেন, ওই ধরনের প্রস্তাব নির্দলীয় সরকারের নয়, দলীয় সরকারের। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে দেখানোর জন্য সরকার এতদিন সংলাপের কথা বলে আসছিল বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, এখন সরকার বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে। সংসদে ডেকে আবার মামলা ছাড়াই সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে। এভাবে সরকার এখন সংলাপ থেকে পিছিয়ে যাচ্ছে। এতেই বোঝা যায় সংলাপের ব্যাপারে তাদের সদিচ্ছাটা। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা ফজলুল হক মিলন, আবদুস সালাম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, হেলেন জেরিন খান, এলডিপির নেতা শাহাদাত হোসেন সেলিম, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর