শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সংসদের বাইরে সংলাপ নয় : নাসিম

সংসদের বাইরে সংলাপ নয় : নাসিম
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, চক্রান্ত করে লাভ নাই, ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। শান্তি ও সমঝোতার পথে আসুন। সংসদে আসুন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হবে, তবে সে সংলাপ সংসদের বাইরে নয়। কেননা- সংসদে আলোচনা হলে তা দেশবাসী দেখবে। বাংলার মানুষ লাশ নিয়ে, রক্ত নিয়ে রাজনীতি পছন্দ করে না। গতকাল শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলের নেত্রী লাশের ওপর ভর করে ক্ষমতায় যেতে চান। তাই প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণকে তিনি সরকারের দুর্বলতা ভেবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। শেখ হাসিনা সরল মনে হেফাজতকে মতিঝিলে সমাবেশ করার অনুমতি দিলেন, আর সেই সুযোগ নিয়ে খালেদা জিয়া হেফাজতকে দিয়ে ঢাকাকে নাশকতা ও লুটপাটের শহরে পরিণত করলেন। ঢাকাবাসী ও নেতা-কর্মীদের হেফাজতের পাশে দাঁড়াতে বললেন। কিন্তু কেউ তার কথা শোনেননি। সিরাজগঞ্জ প্রতিনিধি : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম । তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যদি বিরোধী দলের কোনো পরামর্শ থাকে তবে তারা সংসদে এসে খোলামেলা আলোচনা করতে পারেন। সিদ্ধান্ত যা হবার সংসদেই হবে। আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবদুল মান্নানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট এ কে এম হোসেন আলী, রেফাজ উদ্দীন আহমেদ, গোলাম মোস্তফা তালুকদার মধু, মোজাম্মেল হক সরকার বকুল, খলিলুর রহমান, সাইদুল ইসলাম, জিয়াউর রহমান স্বাধীন, আসলাম উদ্দিন ও আল আমিন প্রমুখ।

সর্বশেষ খবর