শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

আবারও হাই সিকিউরিটি সেলে

আবারও হাই সিকিউরিটি সেলে
বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু এমপিকে আবারও কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে নিয়ে যাওয়া হয়। ওই সেলে সাধারণত রাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের রাখা হয়। ছয় তলা ভবনের দুই তলায় একাই থাকছেন তিনি। ঢাকা থেকে কাশিমপুরে যাওয়ার পথে ডায়াবেটিসজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শীঘ্রই তাকে হাসপাতালে নেওয়া না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা পরিবারের। বুলুর স্ত্রী শামীমা বরকত লাকি বাংলাদেশ প্রতিদিনকে জানান, তার স্বামী শারীরিকভাবে অসুস্থ। তার নয়াপল্টন থেকে আমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা ছিল। তাকে অন্যায়ভাবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি। তাকে কেন বারবার হাই সিকিউরিটি সেলে রাখা হচ্ছে? তিনি কি রাষ্ট্রের বড় কোনো সন্ত্রাসী? গত বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরোনোর সময় তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ওই রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হলে রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলেও পরে কাশিমপুর হাই সিকিউরিটি সেলে রাখা হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর