সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামে ফের পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফাতেমা বেগম (৪২) এবং কুলসুম আকতার (১৭)। নিহত ফাতেমা নগরীর ফকিরহাট এলাকায় ফোরএস গার্মেন্টে কাজ করতেন। গতকাল ভোরে লালখান বাজার টাংকির পাহাড় এলাকার আকবর কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, আকবর কলোনির শেষ সীমানায় ফাতেমাদের ঘর। এর পাশে পাহাড়ের প্রায় ২০ ফুট উঁচু আরেকটি স্তরে বেলায়েতের কলোনি। ভোরে বেলায়েতের কলোনির শেষ সীমায় পাহাড়ের প্রায় ২০ ফুট চওড়া একটি অংশ ধসে ফাতেমার ঘরের ওপর পড়লে মেয়েসহ তার মৃত্যু হয়। প্রতিবেশী শাহনাজ বেগম জানান, ভোরে পাহাড় ধসে পড়ার বিকট শব্দের পরপরই তিনি ফাতেমার চিৎকার শুনেছিলেন। কিন্তু মাটি সরিয়ে বের করার আগেই মা-মেয়ের মৃত্যু হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের হিসাব মতে, নগরীর ১২টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন হাজারের অধিক পরিবার। এছাড়া পাহাড়গুলোর ঢালে বা আশপাশে বসবাস করছেন আরও ৫০ হাজারের মতো মানুষ। বিভিন্ন সময় কর্তৃপক্ষ এসব পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও সফল হয়নি। ফলে প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। গত বছর ১৭ জুন নগরীর আকবর শাহসহ তিনটি এলাকায় পাহাড় ধসে মারা যান ২০ জন। ২০১১ সালের ১ জুলাই টাইগারপাস এলাকার বাটালি হিলের রিটেইনিং দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়। ২০০৭ সালের ১১ জুন পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর