সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

কানাডায় দুই বাংলাদেশির বিরুদ্ধে রেড অ্যালার্ট

ইমাম আলী ও খোকন আসলাম নামে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ)। সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটের ওয়ান্টেড লিস্টে এ দুজনের বিরুদ্ধে বহিষ্কারাদেশের কথা জানানো হয়। বাংলানিউজ।

কারণ হিসেবে বলা হয়, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ আইন বা আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। তবে তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে কোনো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ওয়েবসাইটটির তথ্য মতে, কুইবেকের মন্ট্রিয়লের বাসিন্দা এ দুই বাংলাদেশির মধ্যে ইমাম আলীর জন্ম ১৯৫২ সালের ১২ নভেম্বর আর খোকন আসলামের জন্ম ১৯৬৬ সালের ১৭ জুলাই। এ ছাড়া, ইমাম আলীর একাধিক ছদ্মনাম উল্লেখ করা হয় ওয়ান্টেড লিস্টে।

ওয়েবসাইটের তথ্য মতে, সিবিএসএর ওয়ান্টেড লিস্টের ২৫ জনের মধ্যে দুজন বাংলাদেশি ছাড়াও একজন ভারতীয় ও একজন শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন।

সর্বশেষ খবর