সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

পণ্য পরিবহনে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ৭২ ঘণ্টার মধ্যে আদালতকে জানাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনে চাঁদাবাজি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও রেলওয়ে পুলিশকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত শনিবার একটি জাতীয় দৈনিকে 'পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

সর্বশেষ খবর