সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

তারেক এলে আওয়ামী লীগ খড়কুটোর মতো ভেসে যাবে : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে ক্ষমতাসীনদের ভয়ের কারণ একটাই। তিনি নেতৃত্বে এলে সারা দেশে যে জনজোয়ার সৃষ্টি হবে, তাতে আওয়ামী লীগ খড়কুটোর মতো ভেসে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না।

জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে গতকাল ঢাকা মহানগর বিএনপির এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার ছেলে জয়ের কটূক্তির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। ফখরুল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করতে জাতীয় ঐক্যের তাগিদ দেন। তিনি বলেন, 'আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক করছে। তারা বলছে, আবারও ক্ষমতায় যাবে সে তথ্য এখন তাদের কাছে আছে। কীভাবে যাবে সেটা বলেনি। তবে জনগণের ভোটে তাদের জয়ের সম্ভাবনা নেই। আওয়ামী লীগে অভিনেতার অভাব নেই। তারা বিজয় ছিনিয়ে নিতে নানা কলাকৌশল করছে।' ফখরুল বলেন, 'তারেক রহমান একুশে আগস্ট হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন_ প্রধানমন্ত্রীর এ বক্তব্য আদালত অবমাননার শামিল। মামলা চলাকালে যদি সে মামলা প্রভাবিত করার চেষ্টা করা হয়, তবে তাও আদালত অবমাননা বলে গণ্য হয়।' বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবীব উন-নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সর্বশেষ খবর