সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

বিনা টিকিটে মক্কায়

বিনা টিকিটে মক্কায়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বিনা টিকিটে সৌদি আরবে ওমরাহ পালন করতে গেলেন। গত ২৪ জুলাই তিনি সৌদি বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব যান। আগামী ১ আগস্ট তিনি দেশে ফিরবেন। প্রতিবছর কয়েকশ কোটি টাকা লোকসান দিলেও বিমানের শীর্ষ কর্মকর্তারা ফ্রি টিকিটেই ভ্রমণ করেন। বিমানসূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিমানের চেয়ারম্যান সঙ্গী হিসেবে বিমানের প্রকৌশল পরিচালক আসাদুজ্জামানেরও রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসে বিনামূল্যে যাওয়ার কথা ছিল। ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত তার যাওয়া হয়নি। শুধু চেয়ারম্যানই নন, এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল, পরিচালক ও পরিচালনা পর্ষদ সদস্যদেরও অনেকে বিনামূল্যের টিকিটে বিদেশ সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। গত বছরের ২০ মার্চেও একইভাবে বিনা টিকিটে জামাল উদ্দিন আহমেদ স্ত্রী-সন্তানসহ ওমরাহর উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছিলেন। বিমানের কর্মচারীদের আন্দোলনের মুখে জামাল উদ্দিন বিনা টিকিটে যেতে পারেননি। শেষ পর্যন্ত তার নিজের ও স্ত্রীর নামে বিনামূল্যের টিকিট ফেরত দিয়ে দেড় লাখ টাকা দিয়ে দুটি টিকিট কেটে সৌদি আরব যান।

ক্রমাগত লোকসানের কারণে বিমান ব্যয় সংকোচন নীতি নিয়েছে। কর্মকর্তা-বৈমানিক-কেবিন ক্রুসহ সবার ক্ষেত্রে এই ব্যয় সংকোচন নীতি প্রযোজ্য হচ্ছে। অথচ বিমানের শীর্ষ কর্তাব্যক্তিরা বেপরোয়াভাবে ব্যয় বাড়িয়ে যাচ্ছেন। গত অর্থবছরেও বিমান প্রায় ৬০০ কোটি টাকা লোকসান দিয়েছে। তবে এত কিছুর পরও জামাল উদ্দিন আহমেদের বিদেশ ভ্রমণ থেমে নেই।

 

 

সর্বশেষ খবর