২৫ অক্টোবর রাজপথে বিএনপির আন্দোলনের হুমকির পাল্টা জবাব দিতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি নিতে যাচ্ছে সরকারি দল। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় আগামী ২৫ অক্টোবর ঢাকায় চ্যালেঞ্জ ছুড়ে দিতেই দলীয় সমাবেশের কর্মসূচি নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। রাজধানীতে সমাবেশের পাশাপাশি দেশের সব বিভাগীয় শহর ও জেলায় জেলায় সমাবেশ ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছে দলটি। আওয়ামী লীগের কেন্দ্র থেকে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি বিরোধীদলের যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করারও নির্দেশ দেওয়া হয়েছে। দলের সব সহযোগী সংগঠন এদিন রাজপথ দখলে রাখতে নানান কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে ছাত্রলীগের সতর্ক পাহারা। দলের কেন্দ্রীয় ৭ সাংগঠনিক সম্পাদককে নিজ নিজ বিভাগের দলীয় নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে। সূত্র মতে, ২৫ অক্টোবরকে সামনে রেখে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের একজন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বলেছেন, আন্দোলনের নামে বিএনপি ২৫ অক্টোবর নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে আওয়ামী লীগ এদিন ঢাকায় সমাবেশের ভেতর দিয়ে তার জবাব দেবে। ঢাকা মহানগর আওয়ামী লীগকে সেভাবেই প্রস্তুত থাকতে বলা হয়েছে কেন্দ্র থেকে। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা সমাবেশের আগাম প্রস্তুতি হিসেবে নগরীর সব থানা ও ওয়ার্ড নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন। সমাবেশ সফল করতে বিরামহীন কাজ করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী সেলিম, শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ঢাকা থেকে নির্বাচিত দলীয় এমপিরাও পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছেন সমাবেশ সফল করতে। দলীয় সূত্র মতে, ২৫ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে ঢাকার সব দলীয় এমপিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। এদিন সমাবেশে যোগ দেওয়ার আগে নিজ নিজ এলাকায় বিরোধী দলের যে কোনো ধরনের সহিংস আন্দোলন কিংবা নৈরাজ্য ঠেকানোরও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলীয় এমপিদের। জনগণের জানমালের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য দলীয় এমপিরা থাকবেন সতর্ক দৃষ্টিতে। দলীয় সূত্র মতে, আগামী দু-এক দিনের মধ্যেই রাজধানীর আশপাশের সব জেলা নেতাদের সঙ্গে বিশেষ বর্ধিত সভা ডাকা হচ্ছে। ওই সভা থেকে বিরোধী দল যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়াও পৃথকভাবে ১৪ দলের আলাদা আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি দা-কুড়াল নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব। সারা দেশের নেতা-কর্মীরা প্রস্তুত থাকবে তাদের নৈরাজ্য মোকাবিলার জন্য। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ আলোচনার পক্ষে। আলোচনা বাদ দিয়ে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোকাবিলা করবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী ২৫ অক্টোবর ঢাকা মহানগর আওয়ামী লীগ সমাবেশ করবে। ওইদিন থেকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি রাজপথে থাকবে। বিএনপির নেতাদের দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকা ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। জনগণকে আতঙ্কিত করতেই তারা এ ধরনের উদ্ভট কথাবার্তা বলছে। বাস্তবে তাদের মাঠে খুঁজে পাওয়া যাবে না।