শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

পদ্মা সেতু এখন দৃশ্যের বাইরে

পদ্মা সেতু এখন দৃশ্যের বাইরে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যপটের বাইরে চলে গেছে। এটি আর এখন আলোচনার বিষয় নয়। ফলে উন্নয়নের অন্যান্য খাতে এগিয়ে যেতেই আলোচনা হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে। ঈদুল আজহার দিন নিউইয়র্কে সংবাদ সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ওদের বলেছি, লেট আস প্রগ্রেস অন আদার ইস্যুজ।

আবুল মাল আবদুল মুহিত নিউইয়র্কে অবস্থানকালে ১৫ অক্টোবর ঈদুল আজহার দিন বিশ্বব্যাংকের কাছে চলতি মেয়াদের প্রতিশ্রুত অর্থের পরিমাণ বাড়িয়ে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তার দাবি জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পরিসংখ্যানে বিশ্বব্যাংক সন্তুষ্ট। আর সে কারণেই এই অতিরিক্ত অর্থ প্রত্যাশা করা হচ্ছে। তিনি জানান, প্রতিশ্রুত ১ দশমিক ৮ বিলিয়নের পরিবর্তে আরও ৫০০ মিলিয়ন ডলার বাড়িয়ে অর্থ সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ অবস্থান সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, 'তারা কিছুই মন্তব্য করেনি। আমিই বরং বলেছি, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। গেল মেয়াদে এ প্রকল্পের প্রতিশ্রুত ঋণ সাহায্য না দেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।' বাংলানিউজ।

 

 

সর্বশেষ খবর