শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
৭১ ঘণ্টার অবরোধ

শেষ দিনেও সহিংসতা আগুন, নিহত ২

ককটেল বিস্ফোরণ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, লাঠিচার্জ, পেট্রল বোমা ও টিয়ার শেল নিক্ষেপের মধ্য দিয়ে গতকাল সমাপ্ত হয়েছে টানা ৭১ ঘণ্টা অবরোধের শেষ দিন। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে রাত ৯টায় ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী। গাজীপুরের কালিয়াকৈরে লেগুনায় আগুন দিয়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে চালকের শরীর। রাজশাহীতে কুপিয়ে জখম করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে। বুধবার সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে রবিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। সিলেটে পুলিশের গুলিতে আহত হয়েছেন অন্তত ২০ জন। সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সংঘর্ষ-সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। গ্রেফতার করা হয়েছে শখানেক। অবরোধ আজ ভোর ৫টায় শেষ হওয়ার কথা। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নরসিংদী : পলাশ উপজেলার ঘোড়াশালে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ছাত্রলীগ নেতা মনিরের সঙ্গে ছাত্রদল নেতা হাশেমের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বিকেলে মনির ও তার সমর্থকরা ছাত্রদলের হাশেম ও সোহেলকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পুলিশের হাতে তুলে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে পৌর ছাত্রদলের সভাপতি রতন মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা নজরুল ক্লিনিকের পাশে বালুর মাঠে অবস্থান নেয়। ছাত্রলীগের মনির দলবল নিয়ে সেখানে আসে। উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, কর্মী শহিদুল ও যুবলীগের আনোয়ার হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর আনোয়ার হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়াছিন ও শহিদুলকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শহিদুল মারা যান।
গাজীপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়েছেন চালক এনামুল হক (২২)। লেগুনা থেকে তাড়াহুড়া করে নামার সময় আহত হয়েছেন চার যাত্রী। অগ্নিদগ্ধ এনামুল উপজেলার আন্ধারমানিক এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। এনামুল বলেন, বৃহস্পতিবার সকালে লেগুনা নিয়ে সফিপুর বাজারে পৌঁছামাত্র তিন-চারজন এসে গাড়ির গতি রোধ করে। পরে গাড়ির গেট বন্ধ করে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, আগুনে এনামুলের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ড উপজেলায় পৃথক ঘটনায় নারীসহ নয়জন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পন্থিছিলা এলাকায় জামায়াত-শিবির কর্মীদের হামলায় আহত হয়েছেন বৃদ্ধাসহ পাঁচজন। এ সময় তারা একটি অটোরিকশা ভাঙচুর করে। এ ছাড়া কাজীপাড়ায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। রাজশাহী : সেলিম রেজা সেলু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক। সেলিমের দাবি, শিবির নেতা-কর্মীরাই তার ওপর হামলা চালিয়েছে। জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় হানুফার মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এদিকে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ককটেল, পেট্রল বোমা ও ঢিল ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশের গাড়ির ওপর পেট্রল বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে বুধবার সকালে অবরোধ চলাকলে রাজশাহীতে সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। সিলেট : নগরীর হুমায়ূন রশীদ চত্বরে ১৮ দলীয় জোট ও বিয়ানীবাজার উপজেলায় জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ২০ জন। সকাল সাড়ে ১০টার দিকে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা হুমায়ূন রশীদ চত্বর-সংলগ্ন রেললাইন ও সিগন্যাল পোস্টে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ ২০ রাউন্ড শটগানের গুলি, রাবার বুলেট ও কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : কালনী এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে অন্তত আটটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা। এ সময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর আগে ভোরে রূপসী বকুলনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপি কর্মীরা। বরিশাল : সকালে বিএনপি নেতা-কর্মীরা নগরীর কাউনিয়া বিসিক এলাকায় বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ ছয় রাউন্ড টিয়ার শেল ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রংপুর : পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা : বুড়িচং উপজেলার সৈয়দপুরে সংঘর্ষে দুই পুলিশসহ ১০ জন আহত হয়েছে। এ সময় ৭১ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। লালমনিরহাট : নিজেদের কর্মী আটকের প্রতিবাদে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর এলাকায় দুটি সংখ্যালঘু বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে জামায়াত। জামায়াত-শিবির কর্মীদের হামলায় সাতজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। টাঙ্গাইল : বিএনপির ১০ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে পুলিশ। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।  সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সকালে কাঁচপুর ব্রিজের ওপর অবস্থান নিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে শিবির। এ সময় তারা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বগুড়া : সরকারি আযিযুল হক কলেজ শিক্ষকদের মৌন মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ২৫ নভেম্বর রাতে কলেজ অধ্যক্ষের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সকালে মৌন মিছিল করছিলেন তারা। জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে ফেরার পথে শহরের সেউজগাড়ী মোড়ে মিছিল লক্ষ্য করে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
দাউদকান্দি (কুমিল্লা) : ২০টি গাড়িতে ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। শহীদনগর ও ইলিয়টগঞ্জ পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হন। নোয়াখালী : জেলা শহর মাইজদী প্রধান সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি গাড়ি গ্যারেজ থেকে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।

সর্বশেষ খবর