শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিএনপি নেতাদের মুক্তি চাইলেন জার্মানি রাষ্ট্রদূত

বিএনপি নেতাদের মুক্তি চাইলেন জার্মানি রাষ্ট্রদূত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ সম্প্রতি গ্রেফতার হওয়া বিএনপির পাঁচ নেতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকার জার্মানি রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ মুক্তির আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত নিজেই এ তথ্য জানিয়ে বলেন, কারাগারে আটক বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতাদের অনেকেই অসুস্থ। আটক বিএনপি নেতাদের মুক্তির জন্য সবকিছু করতে আমি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি। যাদের আটক করা হয়েছে তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে আমার বন্ধু। আমি জানি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা করতে তারা সক্ষম নন। নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবে গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল দুপুরের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের আগ মুহূর্তে আলোচনার সময় ফুরিয়ে যাচ্ছে। এখনই সমঝোতার লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে বিরোধী দলেরও ছাড় দিয়ে আলোচনায় এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফারনানদেজ তারানকো বাংলাদেশে আসছেন। এটা ইতিবাচক। তিনি সঠিক সময়ই আসছেন বলে উল্লেখ করে এই কূটনীতিক বলেন, আশা করি তার সফরের আগেই আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। গত ৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের মতিঝিল থানার ২ মামলায় গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ গতকাল দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

 

 

সর্বশেষ খবর