শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন

প্রাণ গেল আরও একজনের, সহিংসতা চলছেই

অবরোধ নামের সহিংস কর্মসূচিতে আরও একজনের প্রাণ গেল। গতকাল সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মাসুদুল ইসলাম। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর থেকে সহিংস অবরোধে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হলো। বিরোধী দলের ডাকা তৃতীয় দফায় ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে দেশব্যাপী সড়কে আগুন জ্বলছে। ককটেল বিস্ফোরণে থেমে থেমে কেঁপে উঠেছে রাজপথ। এদের অনেকে মারা গেছেন আগুনে পুড়ে। এদিকে বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে রাজধানীতে ১৮ দলের অবরোধ এবং এর পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি এদিন রাজধানীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালও পালন করেছে। টানা অবরোধ ও হরতাল চলাকালে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অগি্নসংযোগ ও কয়েকটি স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও গুলিবর্ষণ করে। 
এদিকে এক বিবৃতিতে প্রধান বিরোধী দল বিএনপি দাবি করেছে, গতকাল ঢাকাসহ সারা দেশে হরতাল-অবরোধ চলাকালে তাদের দলের একজন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৩৮০ জন গ্রেফতার, ৫৫০ জন আহত, ১৫৭ জন গুলিবিদ্ধ এবং ৯ জন নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন। বিভিন্ন মামলায় আড়াই হাজার নেতা-কর্মীকে জড়ানো হয়েছে। রাজধানীতে বিভিন্ন স্থানে সকাল থেকে রাত অবধি থেমে থেমে বোমার বিস্ফোরণ ঘটে। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গনে ২টি, পুরান ঢাকার নর্থ সাউথ রোডে একসঙ্গে ৪০টি, গ্রীনরোডের রূপসা কমিউনিটি সেন্টারের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে শান্তিনগরে বোমা বিস্ফোরণের পর পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে। অবরোধ ও হরতালে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে নগরীতে গণপরিহনের স্বল্পসংখ্যক বাস চলাচল করেছে সকাল থেকে। প্রায় সব সড়কে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করে। গুলশান, বনানী, বারিধারায় কিছু প্রাইভেট কার চলতে দেখা যায়। যানবাহনের স্বল্পতায় সীমাহীন দুর্ভোগ এবং আগুন বোমা আতঙ্ক- পথ চলতে এই উভয় সংকটে পড়েছে সাধারণ মানুষ। এ কারণে গণপরিবহনের কিছু বাস চলাচল করলেও যাত্রী ছিল কম। আতঙ্কগ্রস্ত যাত্রীরা কষ্ট নিয়েই হেঁটে চলাফেরা করছেন বেশি। অবরোধে কিছু কিছু এলাকার মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা থাকলেও হরতাল কর্মসূচির কারণে দুপুর পর্যন্ত সেগুলো ছিল বন্ধ। ব্যাংকে লেনদেন হয়, কিন্তু গ্রাহকদের উপস্থিতি ছিল কিছুটা কম। কঠোর নিরাপত্তা বলয় ছিল সচিবালয়ে। এদিন দর্শনার্থীর ভিড় ছিল না। রাজধানীর অফিস-আদালতে যথারীতি কাজকর্ম হয়। শেয়ারবাজারে লেনদেন হয়েছে। সকালে যাত্রাবাড়ীতে বাসে আগুন দেয় শিবির কর্মীরা। সকাল ৬টার দিকে মাতুয়াইল এলাকায় শিবিরের একটি মিছিল থেকে প্রথমে গাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর পর গাবতলীগামী একটি বাসে আগুন দেয় তারা। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাজধানীতে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে বোমার বিস্ফোরণ ঘটে। পল্লবীতে হাতবোমাসহ গ্রেফতারের পর এক ছাত্রদল কর্মীকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পল্লবী থানার ওসি মো. জিয়াউজ্জামান জানান, সকাল পৌনে ৮টার দিকে পল্লবীর কালসি এলাকায় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে মো. ফরিদ হোসেন নামে একজনকে গ্রেফতার করে। তার কাছে ছয়টি ককটেল পাওয়া যায় বলে ওসি জানান। ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের সাজা দিয়েছেন। গতকাল সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি হয়েছে। এতে অন্তত ৪৫ জন গুলিবিদ্ধ হয়েছে। রাজশাহীতে ফের ধানের ট্রাকে আগুন দেওয়া হয়েছে। নোয়াখালীতে জাতীয় পার্টির এমপি পদপ্রার্থীর বাসায় বোমা নিক্ষেপ করা হয়েছে। চট্টগ্রামে দেওয়ানবাজার এলাকায় সকালে একটি ককটেল বিস্ফোরণে একজন ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। তবে ১৮ দলের ডাকা দেশব্যাপী অবরোধে থেমেছে মৃত্যুমিছিল। গত ৪৮ ঘণ্টায় অবরোধ বা হরতালের সহিংসতায় কোনো প্রাণহানি ঘটেনি। 
রাত পৌনে ৮টার দিকে গুলশানের ডিসিসি মার্কেটের সামনে একটি ৬ নম্বর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে গুলশানের ডিসিসি মার্কেটের সামনে একটি ৬ নম্বর বাসে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। একই সময়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এশিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় পিকেটাররা। রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পৌরসভা গেটের সামনে একটি পিকাপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাত সাড়ে ৯টায় বিজয়নগর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-শিবির। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নির্বাচন কমিশনারের বাসার সামনে বোমা : রাজধানীর গুলশানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলীর বাসার সামনে থেকে রাতে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্বাস উদ্দিন (২২) ও ইলিয়াস (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে গ্রেফতারকৃত দুজনকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে গুলশান ১-এর পোস্ট অফিস গলিতে টহলরত পুলিশ সন্দেহজনকভাবে দুই যুবককে চ্যালেঞ্জ করে। এ সময় দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জীবনের ঝুঁকি নিয়ে এসআই আবদুল বারিক বোমাবহনকারীদের জাপটে ধরে। আব্বাস ও ইলিয়াস পলিথিনে বালির মধ্যে বোমাটি বহন করছিল। ঘটনাস্থলের কাছে নির্বাচন কমিশনারের বাসা ছিল। তিনি আরও জানান, একটি বড় দুধের কৌটায় বানানো বোমাটির ওজন প্রায় এক কেজি। রাত ৯টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করে। তারা ভাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ড চালায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। নির্বাচন কমিশনারের ব্যক্তিগত গাড়ি চালক হেলাল উদ্দিন জানান, গুলশান ১-এর ১৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে স্যার থাকেন। রাতে বোমা উদ্ধারের সময় জাবেদ আলী স্যার বাসায় অবস্থান করছিলেন।
তরিকত মহাসচিবকে লক্ষ্য করে ককটেল : ১৮ দলীয় জোটের ডাকা তৃতীয় দফা অবরোধে রাজধানীর ধানমন্ডি এলাকায় তরিকত ফেডারেশনের মহাসচিব একেএম আউয়ালকে লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তরিকত মহাসচিব এমএ আউয়াল জানান, শনিবার রাত ৯টায় ধানমন্ডির অফিস থেকে বাসায় ফিরতে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। 
সুনামগঞ্জ : ছাতকে ছাত্রদলের ডাকা হরতাল চলাকালে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল থেকে উপজেলা বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিকালে আরও ভয়াবহ রূপ নেয়। এ সময় অন্তত ৫০ আহত হন। সেই সংঘর্ষে আহত হন মাসুদুল। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। বিকালের পর ছাত্রদল-ছাত্রলীগ-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলে। পুলিশ এ সময় টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল দাবি করেছে, তাদের দলের অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। রাজশাহী : শনিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর বাইপাস সড়কের আশরাফের মোড় এলাকায় ফের ধানের ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। ওই ট্রাকে দেড়শ মণ ধান ছিল। এর আগে ৩০ নভেম্বর কাটাখালী এলাকায় অবরোধ শুরুর আগেই ধানবাহী চারটি ট্রাক এবং ওষুধবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় অবরোধকারীরা। এদিকে রবিবার অবরোধের দ্বিতীয় দিনে পৃথক মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি ও মহানগর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। নোয়াখালী : নোয়াখালী জেলা শহরের সোনাপুর এলাকায় জাতীয় পার্টি থেকে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদের বাসায় রবিবার গভীর রাতে ১টি বোমা ও ২টি ককটেল নিক্ষেপ করে করেছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে বাসার দরজা-জানালার ব্যাপক ক্ষতিসাধিত হয়। এ সময় মোবারক হোসেন আজাদ বাসায় ছিলেন না। এদিকে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন সড়কে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে ১৮ দলীয় নেতা-কর্মীরা। সিরাজগঞ্জ : সকালে বেলকুচির তামাই-সুবর্ণসাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ-বিক্ষোভ মিছিল এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে ছাত্রদল কর্মী আসাদুল ও কামরুল গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। চট্টগ্রাম : চট্টগ্রামে গতকাল ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালও পালিত হয়েছে। এ সময় নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল করেছে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। বগুড়া : বগুড়ায় ট্রেন লাইনে আবারও নাশকতার চেষ্টা চালিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। সান্তাহার টু লালমনিরহাট রেল সড়কের ফিশপ্লেট খুলে ফেলায় প্রায় ৪ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। শহরদিঘি এলাকায় এ নাশকতার চেষ্টা করা হয়। ঝিনাইদহ : শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে সকালে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশসহ ৬ জন আহত হয়েছে। অবরোধকারীরা পুলিশ ফাঁড়ি লক্ষ করে ইটপাটকেল ছুড়েছে। মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কমলগঞ্জ পৌরসভার কমিশনার জামাল আহমদকে আটক করেছে পুলিশ। সিলেট : অবরোধ ও হরতাল চলাকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। হরতাল চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সিইসির প্রতীকী কফিন নিয়ে নগরীতে মিছিল করেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। আটক করা হয় যুবদলের ৬ নেতা-কর্মীকে। বরিশাল : সকাল সাড়ে ৭টায় বরিশাল-বানারীপাড়া সড়কের বিমানবন্দর থানার তেঁতুলতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সাতক্ষীরা : সকালে শহরের অদূরে কদমতলা এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে অবরোধকারীরা। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ : শনিবার রাতে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল হামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। তাদের জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ, ককটেল বিস্ফোরণ, সিএনজি ভাঙচুর, মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে ১৮ দলের ডাকা অবরোধ। আশুলিয়া : সকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের মধ্য গাজীরচট এলাকায় থানা ছাত্রদল মিছিল করেছে। এ সময় অবরোধকারীরা ৫-৬টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। গাজীপুর : নগরীর নলজানী এলাকা থেকে পুলিশ ১টি ককটেলসহ ২ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হলো নুরুল আমীন (২৫) ও জয়নাল আবেদীন (২৮)। চাঁদপুর : হাজীগঞ্জ এনায়েতপুর এলাকায় চাঁদপুর-লাকসাম রেললাইন কাটা অবস্থায় দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট : কালাইয়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে পিকেটিংসহ ঝাড়ু মিছিল ও সিইসির কুশপুত্তলিকা দাহ করেছে। 
নির্বাচন অফিস ও আওয়ামী লীগ কার্যালয়ে বোমা, আগুন : মেহেরপুরের গাংনীতে উপজেলা নির্বাচন অফিসে বোমা হামলা ও গাংনী পৌর আওয়ামী লীগ অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। অবরোধকারীদের ছোড়া বোমার আঘাতে মেহেরপুর নিউজ ও বাংলানিউজের দুই সাংবাদিকসহ সহকারী পুলিশ সুপার আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। গতকাল সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা গাংনী শহরে মিছিল করার জন্য বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে। পুলিশি বাধার মুখে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ত্রিমুখী মিছিল বের করে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর করে। এ সময় গাংনী হাসপাতাল বাজারে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাধা দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ৫-৬টি বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। 
নীলফামারী নির্বাচন অফিসে পেট্রল বোমা : এদিকে নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী নির্বাচন অফিসে গতকাল রাত সাড়ে ৮টার দিকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমার আঘাতে সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিসের পেছনের কাচ ভেঙে যায়। 
সাভারে আরেকজনের মৃত্যু : গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় মারা গেছে আরো এক বাসযাত্রী। নিহত বাসযাত্রীর নাম রেহানা আক্তার (২২)। রোববার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সর্বশেষ খবর