শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে : গণি

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি না মানলে উদ্ভূত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ক্ষমতাসীনদের নিতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি বলেন, আমরা এখনো আশা করি সরকার জনগণের ভাষা বুঝবে। গণদাবি মেনে নিয়ে ক্ষমতাসীন দল নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে। অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। তিন দফা অবরোধে এই প্রথম গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করলেন ড. আর এ গণি। রিজভী আহমেদকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতারের পর কোনো নেতাই প্রকাশ্যে কথা বলেননি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ গোপন স্থান থেকে ভিডিও বার্তা কিংবা বিবৃতি পাঠাতেন গণমাধ্যমে। জানা গেছে, এ নিয়ে নানা সমালোচনার মুখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে দুই দিন ধরে গুলশান কার্যালয়ে যাচ্ছেন ড. আর এ গণি। তিনি এখন থেকে রাতে নিয়মিত গুলশান কার্যালয়ে বসবেন। অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রীসহ 'অবৈধ' সরকারের মন্ত্রীরা বিএনপির কর্মসূচি ঘোষণাকে ব্যঙ্গ করে তালেবানি কায়দা বলে আখ্যায়িত করেছেন। এ সরকার বারবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কাউকে ঢুকতে দিচ্ছে না। নেতা-কর্মীদের গুলি করা হচ্ছে। বাসায় বাসায় তল্লাশি হচ্ছে। এ অবস্থায় প্রকাশ্যে কর্মসূচি ঘোষণাও সম্ভব হচ্ছে না। ক্ষমতাসীন দলের উদ্দেশে ড. আর এ গণি বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। দেশকে আর সংঘাতময় করে তুলবেন না। নইলে জনগণের আদালতের নিষ্ঠুর রায় থেকে কোনো দিনই রেহাই পাবেন না। তিনি বলেন, একতরফা নির্বাচনের জন্য সরকার অসাংবিধানিক, বেআইনি ও নিষ্ঠুর পথকেই বেছে নিয়েছে। এই অশুভ পরিকল্পনায় নির্বাচন কমিশনও জড়িত। এ কারণে দেশ আজ ভয়াবহ সংকটের সম্মুখীন। তাদের একতরফা নির্বাচনে সব দলের অনাগ্রহের কারণে সরকার এখন গণবিচ্ছিন্ন।

বিএনপি সমাধান চায়_ সালাহউদ্দিন : এদিকে নির্দলীয় সরকারের দাবি না মানলে আন্দোলনের ঢেউয়ের আঘাতে ক্ষমতার তাসের ঘর বিলীন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপি সংলাপ-সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চায়। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন অজ্ঞাত স্থানে থাকা বিএনপির এই নেতা। সালাহউদ্দিন বলেন, 'আমরা প্রধানমন্ত্রীকে আবারও আহ্বান জানাই, আপনি পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিন। দেশ ও জাতিকে রক্ষা করুন। জনগণ আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। অন্যথায় জনতার আন্দোলনের উত্তাল ঢেউয়ের আঘাতে আপনার ক্ষমতার তাসের ঘর বিলীন হয়ে যাবে।' তিনি বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচনই ক্ষমতা হস্তান্তরের একমাত্র গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। সংলাপ-সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হোক তা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বারবারই চেয়েছেন। দেশের ৯০ শতাংশ মানুষই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে সংকল্পবদ্ধ। কারণ তারা জানেন, নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের চরম ভরাডুবি হবে।

সর্বশেষ খবর