শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

রাজনৈতিক অস্থিরতায় ড. ইউনূসের উদ্বেগ

রাজনৈতিক অস্থিরতায় ড. ইউনূসের উদ্বেগ

দেশের রাজনৈতিক অস্থিরতা এবং নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সকালে মিরপুরে ইউনূস সেন্টারে বাংলাদেশ যুব অর্থনীতি ফোরামের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এ উদ্বেগের কথা জানান তিনি। এ সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা উত্তরণে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইউনূস আরও বলেন, সম্মিলিত উদ্যোগে নবীন-প্রবীণের উজ্জীবনী শক্তির সমন্বয়ে ২০৩০ সালের মধ্যে গরিব, বেকার আর দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে গরিবের সংখ্যা অর্ধেকে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চলমান পুঁজিবাদী অর্থনীতিতে সবাই অর্থের পেছনে ছুটছে মন্তব্য করে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমেই বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। কারণ সামাজিক ব্যবসা হচ্ছে ব্যক্তিগত মুনাফা বিবর্জিত। মেজর (অব.) এম এম মেহবুব রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নেন ফোরামের প্রেসিডেন্ট মির্জা ওয়ালিদ হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হায়দার, গবেষক ড. এমতাজ হোসেন, ড. মোস্তফা কামাল পাশা, খন্দকার শফিকুল হাসান রতন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূইয়া, কাওসার জামান বাবলা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, ওয়াসিম সিদ্দিকী, শহিদুর রহমান প্রমুখ।

 

 

সর্বশেষ খবর