শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

যথাসময়েই নির্বাচন হবে : আমু

ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোন দল নির্বাচন এলো বা না এলো এটা কোনো ব্যাপার নয়। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, চলতে থাকবে। নির্বাচনে জনগণের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকাল সচিবালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সরকার একদলীয় নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, এটা একদলীয় নির্বাচন নয়, আওয়ামী লীগের বাইরে অনেক দল অংশ নিচ্ছে। তরিকত ফেডারেশনসহ কয়েকটি ইসলামী দলও নির্বাচনে অংশ নিচ্ছে, যারা আমাদের জোটে নেই। বিরোধী দলের সঙ্গে সমঝোতার বিষয়ে মন্ত্রী বলেন, সমঝোতা হতে পারে রাজনৈতিক। তবে যুদ্ধাপরাধীদের বাঁচাতে সমঝোতা হবে না।

নির্বাচনের তফসিল পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে আমু বলেন, নির্বাচন পেছানো নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের নয়। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতেই বিরোধী দল আন্দোলন করছে। তারা আন্দোলনের মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছে। ১৯৭১ সালে গণহত্যার এ চিত্র দেখা গেছে।

সর্বশেষ খবর