রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

১৮ দলের কালকের গণসমাবেশে যোগ দেবেন কাজী জাফর

১৮-দলীয় জোটের ডাকা ২০ জানুয়ারির গণসমাবেশে যোগ দেবে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর দলটির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেন, ৫ জানুয়ারি তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আমরা অনেক সফলতা অর্জন করেছি। দেশের মানুষ ওই ভোট বর্জন করেছে। বিএনপি চেয়ারপারসনের ঘোষিত ২০ ও ২৯ জানুয়ারি কর্মসূচিকে আমরা সমর্থন জানাই। এ দুটি কর্মসূচিতে আমরা অংশ নেব।
৫ জানুয়ারির একতরফা ভোট বর্জনে দেশবাসীকে ধন্যবাদ জানাতে ২০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে গণসমাবেশ ও দশম সংসদ অধিবেশন শুরুর দিন রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে ১৮-দলীয় জোট। ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জোট নেতা খালেদা জিয়া এ কর্মসূচি ঘোষণা করেন। গুলশানের কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠকের পর কাজী জাফর সাংবাদিকদের বলেন, একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করার পর বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করেছেন, তা সময়োপযোগী পদক্ষেপ বলে আমরা মনে করি। দেশের মানুষ চায়, স্বাভাবিক রাজনীতিতে বিএনপিসহ বিরোধী জোট ফিরে আসুক। তিনি জানান, বৈঠকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। আমরা জাতীয় পার্টি কীভাবে এ আন্দোলনে যুগপৎভাবে অংশ নিতে পারি, সে বিষয়টি আলোচনা করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর