রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

হরতাল-অবরোধে দগ্ধদের পুনর্বাসন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-অবরোধের আগুনে দগ্ধ ব্যক্তিদের পুনর্বাসন করা হবে। নিহতদের পরিবারকে দেওয়া হবে আর্থিক সহায়তা। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন হরতাল-অবরোধের নাশকতায় দগ্ধ ব্যক্তিদের দেখতে গিয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন দগ্ধ ব্যক্তিরা সুস্থ হলে তাদের পুনর্বাসিত করা হবে। নিহতদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, 'বার্ন ইউনিটে যে দৃশ্য দেখলাম, তা অত্যন্ত হৃদয়বিদারক। এ প্রশ্নের জবাব তারা কী দেবেন, যারা কয়েক মাস ধরে হরতাল-অবরোধ করে মানুষকে পুড়িয়ে মেরেছেন তাতে তাদের কী লাভ হলো, কী অর্জন হলো। তিনি বলেন, 'পৃথিবীর কোথাও সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে নিরীহ মানুষকে পুড়িয়ে মারার দৃষ্টান্ত নেই। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, এভাবে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না।' এ সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর