শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

এবার আশিয়ান মালিকের বিরুদ্ধে সময় টিভির চেক জালিয়াতির মামলা

আশিয়ান হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় সমন জারি করেছেন আদালত। সময় মাল্টিমিডিয়া লিমিটেডের প্রশাসন ও পরিচালন প্রধান মো. আক্তার হোসেনের করা মামলায় এ সমন জারি করা হয়। গতকাল মামলাটি করেন মো. আক্তার হোসেন। বাদীর মামলা আমলে নিয়ে শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আশিয়ান হোমস লিমিটেডের বিজ্ঞাপন প্রচারের জন্য সময় মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি হয়। সে অনুযায়ী বিজ্ঞাপন প্রচারের ফলে আশিয়ান হোমস লিমিটেডের কাছে সময় মাল্টিমিডিয়ার ৭৬ লাখ ৪৭ হাজার ৯৫৭ টাকা পাওনা হয়। পাওনা পরিশোধের জন্য আশিয়ান হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া দুটি চেক প্রদান করেন। ২৮ জানুয়ারি চেক দুটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত অর্থের অভিযোগে ডিজঅনার হয়।

সর্বশেষ খবর