শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

পুরান ঢাকায় কুপিয়ে ও গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে ঝটিকা অ্যাকশনে নেমেছে ছিনতাইকারী চক্র। গতকাল দুপুর পৌনে ২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় গুলি করে ও ককটেল ফাটিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি। এ সময় ছিনতাইকারীদের গুলিতে সুমন চন্দ্র দাস (৩২) ও রাকিব (২৫) নামে দুই জুয়েলারি কর্মচারী আহত হন। এক ঘণ্টা পর পৌনে ৩টার দিকে আজিমপুরের পলাশীর মোড়ে মোহাম্মদ শফিক (২৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন ও রাকিব বায়তুল মোকাররম মার্কেটের অলক জুয়েলার্সের কর্মচারী। শফিক মাজেদ সর্দার সড়কে ইজেড এন্টারপ্রাইজ নামক একটি কাগজের দোকানে কাজ করেন। আহত সুমন চন্দ্র দাস জানান, একটি ব্যাগে ১০ লাখ টাকা নিয়ে তিনিসহ রাকিব রিকশাযোগে তাদের তাঁতীবাজারের কারখানায় যাচ্ছিলেন। প্রসন্ন পোদ্দার লেনে পৌঁছলে পেছন থেকে ৫-৬ জনের একটি দল গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ও ৮-১০টি ককটেল ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়। আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত শফিক জানান, এলিফ্যান্ট রোডের একটি ব্যাংক থেকে ২ লাখ ৭ হাজার টাকা তুলে পুরান ঢাকার মাজেদ সরদার লেনে যাওয়ার সময় পলাশীর মোড় থেকে ৪-৫ জন যুবক তাকে ধরে নিয়ে যান। চানখাঁরপুলের হোসনি দালান রোডে নিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন। দোকান মালিক আবু ইউসুফ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা থেকে ২ লাখ টাকা তুলে রিকশাযোগে দোকানে আসার পথে পলাশী মোড়ে দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে শফিককে হোসনি দালান রোডে নিয়ে আসে। এ সময় শফিক বাধা দিলে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

সর্বশেষ খবর