শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

ফরমালিনমুক্ত রাজনীতি করতে হবে

ফরমালিনমুক্ত রাজনীতি করতে হবে

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকরা ফরমালিনযুক্ত রাজনীতি করছেন। তাদের ফরমালিনমুক্ত রাজনীতি করতে হবে। রাজনীতিকদের ফরমালিনমুক্ত বিশুদ্ধ রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিযুক্ত রাজনীতি খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর মতোই ক্ষতিকর। রাজধানীর নিউমার্কেটে গতকাল বনলতা কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণার সময় এ কথা বলেন যোগাযোগমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে এ বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফজলে নূর তাপস এমপি, এফবিসিসিআইর সহ-সভাপতি হেলাল উদ্দিন। পদ্মা সেতু প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক যেভাবে নকশা ও পরিকল্পনা করে গেছে, সে অনুযায়ীই পদ্মা সেতু হচ্ছে। শুধু টাকাটা নিজস্ব। তিনি জানান, আগামী জুনের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর আগস্টে ৭ কোটি টাকা ব্যয়ে নদীশাসনের কাজ শুরু হবে। অনুষ্ঠানে নিউমার্কেট বনলতা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র হস্তান্তর করা হয়। প্রতিদিন সকালে এ যন্ত্রের মাধ্যমে খাদ্যপণ্য পরীক্ষা করে বাজারে বিক্রির জন্য ওঠানো হবে। এফবিসিসিআইর উদ্যোগে এ নিয়ে ঢাকার ১০ এবং ঢাকার বাইরে ৮টি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো।

 

সর্বশেষ খবর