শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

কাজী জাফরের অভিযোগ

কাজী জাফরের অভিযোগ

কুমিল্লার ৬টি উপজেলায় বিশেষ করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের সন্ত্রাস, গ্রেফতার, ভোটার এবং ১৯ দলের কর্মীদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলা ও হুমকি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। গতকাল কাজী জাফর আহমদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে দেখা করে এ অভিযোগ দেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের জরুরি কার্যকরী হস্তক্ষেপের অনুরোধ জানান তিনি। এ সময় তিনি গত এক সপ্তাহে ১৯ দলের প্রার্থী কামরুল হুদার গাড়ি বহরে শাসক দলের কর্মীদের হামলা, ১৯ দলের জাতীয় পর্যায়ের নেতাদের বাড়ির সামনে সশস্ত্র মিছিল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের পলাশীকে লক্ষ্য করে তার যানবাহনে শাসক দলের গুলীবর্ষণ, গত এক সপ্তাহে প্রায় ১৯ জন নেতৃস্থানীয় কর্মীকে গ্রেফতার এবং ১৯ দলের অসংখ্য নেতা-কর্মীর গুরুতর আহত হওয়ার কথা উল্লেখ করেন। তারা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা, গুণবতী, জগন্নাথদীঘি, শুভপুর, শ্রীপুরকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। কাজী জাফর আহমদ এবং মনিরুল হক চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হুদার পক্ষ থেকে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনারের নিকট হস্তান্তর করেন। এদিকে আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। -নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর