সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

তাজিক কণ্ঠে রাধারমণ

তাজিক কণ্ঠে রাধারমণ

ধ্রুপদী বা ক্লাসিক বা চিরায়ত যেভাবেই বলা হোক কিছু বাংলা গান আমাদের হৃদয়কে সর্বদা স্পর্শ করে। এমনি একটি গান ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ/বিচ্ছেদের অনলে...। গানটির গীতিকার ও সুরকার ছিলেন রাধারমণ দত্ত এবং গানটিতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন দিলরুবা খান। সম্প্রতি তাজিকিস্তানের সুরকার নজিয়া কারমাতুল্লার গাওয়া একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নজিয়া তাজিকিস্তানের নিজস্ব ভাষায় গানটি গেয়েছেন। কিন্তু সুর পুরোপুরি সেই রাধারমণের। গানের প্রথম চার থেকে পাঁচ কলি শুনলে কেউ বুঝতে পারবে না এটি তাজিক ভাষার। মনে হবে বাংলা ভাষায় সেই গানটি গাইছেন দিলরুবা। গানটি ফেসবুকে ব্যাপক হারে শেয়ার হচ্ছে। লাইকও পাচ্ছে বেশ। এমনকি কমেন্ট বক্সে কেউ কেউ বলছেন, বাংলা সাহিত্যের জনপ্রিয়তা কতদূর ছড়িয়েছে তা এখন বোঝা যাচ্ছে। আবার কেউ বলছেন, রাধারমনের এ ধরনের গানকে আরও বেশি করে প্রচার করতে হবে। ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে। প্রতিদিন ডেস্ক

 

সর্বশেষ খবর