শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

হারলেন হেভিওয়েট প্রার্থীরা

মা সোনিয়া গান্ধী জিতেছেন রায়বেরিলি থেকে। আমেথি থেকে জিতেছেন ছেলে রাহুলও। তবু শেষ রক্ষা হলো না। মা-ছেলের দল কংগ্রেস এখন দেশজুড়ে অস্তিত্ব সংকটের মুখে। গণনা যত এগিয়েছে, একে একে ধরাশায়ী হয়েছেন বর্তমান মন্ত্রিসভার সুশীল কুমার সিন্ধে, কপিল সিবাল থেকে শুরু করে সাবেক রেলমন্ত্রী, টেলিকম প্রতিমন্ত্রীসহ রাজনীতিবিদরা। পরাজিতদের তালিকা এতটাই দীর্ঘ যে কোন কোন মন্ত্রী সুনামির তাণ্ডব থেকে বেঁচে গিয়েছেন তা খুঁজে বের করতে হবে। শুধু কংগ্রেস নয়, 'মোদি-ঝড়ে' উড়ে গিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। দিলি্লর চাঁদনি চক আসন থেকে পরাজিত হয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল। তিনি হেরেছেন বিজেপি প্রার্থী হর্ষবর্ধনের কাছে। সোলাপুরে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। হেরেছেন বিজেপি প্রার্থীর কাছে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে। চণ্ডিগড়ে হেরেছেন সাবেক রেলমন্ত্রী কংগ্রেসের পবন বনসল ও আপের অভিনেত্রী গুল পনাগ। এখানে জিতেছেন বিজেপির কিরণ খের। বিহারের সাসারামে হেরেছেন লোকসভার সাবেক স্পিকার কংগ্রেসের মীরা কুমার। ৬১ হাজারের বেশি ভোটে তিনি হেরেছেন বিজেপির ছেদি পাসওয়ানের কাছে। উত্তরপ্রদেশের ফারুকাবাদে কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের সালমান খুরশিদ হেরেছেন সমাজবাদী পার্টির রমেশ্বর সিং যাদবের কাছে। উত্তরপ্রদেশের বাগপাটে হেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল প্রার্থী অজিত সিং বিজেপির প্রার্থী সত্যপাল সিংয়ের কাছে। উধমপুরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কংগ্রেসের গুলাম নবি আজাদ হেরেছেন বিজেপির জিতেন্দর সিংয়ের কাছে। রাজস্থানের আজমেরে হেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের তথা শচীন পাইলট। কংগ্রেসের দুর্গ বলে পরিচিত এ আসনে জিতেছেন বিজেপির সনোবর লাল জট। বিহারের সারনে হেরেছেন রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ী দেবী বিজেপির রাজীব প্রতাপ রুড্ডির কাছে। একই দলের লালুকন্যা মিশা ভারতী বিজেপির রাম কৃপাল যাদবের কাছে হেরেছেন পাটুলিপুত্রে। অমৃতসরে দেড় লাখের বেশি ভোটে কংগ্রেসের অমরিন্দর সিংয়ের কাছে হেরেছেন বিজেপির অরুণ জেটলি। আমেথিতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর কাছে হেরেছেন বিজেপির স্মৃতি জুবিন ইরানি। বারানসিতে হেরেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদির কাছে। উত্তর-পূর্ব মুম্বাইয়ে হেরেছেন আপের মেধা পাটকর। মুম্বাই দক্ষিণে কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের মিলিন্দ দেওরা হেরেছেন শিবসেনার অরবিন্দ সাওয়ান্তের কাছে প্রায় দেড় লাখ ভোটে। ব্যাঙ্গালুরু দক্ষিণে হেরেছেন কংগ্রেসের শিল্পপতি নন্দন নিলেকানি বিজেপির অনন্ত কুমারের কাছে। বিহারের পশ্চিম চম্পাহরণে হেরেছেন জনতা দলের চলচ্চিত্র নির্মাতা প্রকাশ ঝা। ভারতবাসী যে এবার মন্ত্রী কিংবা বিশেষ করে ক্ষমতাসীন রাজনীতিবিদদের ওপর ভরসা রাখতে পারেননি, এর প্রমাণ মিলল নির্বাচনের ফলাফলে।

সর্বশেষ খবর