শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

গিদারী নদীর বাঁক নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী সীমান্তে গিদারী নদীর উপর বাঁধ নির্মাণ বন্ধ রাখতে গতকাল দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটেলিয়ন পর্যায়ে বৈঠক হয়েছে। ওই সীমান্তের ভারতীয় অংশ শ্রীলঙ্কা চরে এ পতাকা বৈঠকে বিএসএফের ১০ সদস্যের টিমে নেতৃত্ব দেন কুচবিহার ১২৪ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট ববি যোশেফ আর বিজিবি টিমের নেতৃত্বে ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খান। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পতাকা বৈঠকে উভয় দেশের যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভারতের গিদারী নদীর উপর বাঁধের নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গত দুই মাস ধরে ওই সীমান্তের মাত্র সাড়ে ৪শ মিটার ভারতের অভ্যন্তরে গিদারী নদীর উপর ৬০০ বাই ২৫ মিটার দৈর্ঘ্যে একটি বাঁধ নির্মাণ করছে ভারতীয়রা। এতে বর্ষাকালে বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত আর শুষ্ক মৌসুমে বালু চরে পরিণত হবে। এই বাঁধ নির্মাণের ফলে কৃষি জমিতে সারা বছর জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে ক্ষতির মুখে পড়বে কয়েক লাখ মানুষ। পতাকা বৈঠকের সিদ্ধান্তের পরপরই ভারতীয়রা ওই নদীর উপর বাঁধের নির্মাণ কাজ বন্ধ রেখেছে।

সর্বশেষ খবর