শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক অটুট থাকবে : কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে ক্ষমতায় যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে বিরাজমান বন্ধুত্বপূর্ণ ইতিবাচক সম্পর্কের ধারা অব্যাহত থাকবে। নির্বাচনের ফলাফলে কারও উল্লসিত বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ভারতের নির্বাচন ভারতের নিজস্ব ব্যাপার। তাদের জনগণ ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তন করেছে। এ বিজয় ভারতের বিশাল জনগণ ও গণতন্ত্রের বিজয়।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মেহেদি হাসান মোল্যা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের মাঝে কিছু আগাছা প্রবেশ করে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের অপকর্মের কারণে আমাদের সব অর্জন ধুলায় মিশে যাচ্ছে। আর খবরের খারাপ শিরোনাম দেখতে চাই না। অনেক করেছো এবার থামো। গুটি কয়েক কর্মী অন্যায় করবে আর তার দায়ভার গোটা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে তা আর হবে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে জড়িত র‌্যাব কর্মকর্তাদের শাস্তি হবেই বলে জানিয়ে বলেন, তবে কয়েকজনের অপরাধের জন্য পুরো র‌্যাব বাহিনীকে বিলুপ্ত করার দাবি অযৌক্তিক। র‌্যাবের যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতেই হবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন জাগান এবং স্বপ্নকে বাস্তবায়ন করেন। তিনি এদেশের রাজনীতিকে নতুন করে ঢেলে সাজিয়েছেন। তার কাছ থেকে জাতির প্রত্যাশাও অনেক।

 

সর্বশেষ খবর