শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

শেখ হাসিনার দেশে ফেরার দিন

শেখ হাসিনার দেশে ফেরার দিন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের ১৭ মে প্রায় ছয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন তিনি। সেদিন জাতির জনকের কন্যাকে অভ্যর্থনা জানাতে লাখ লাখ মানুষের ঢল নামে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে। বৈরী প্রকৃতি আর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে ছুটে আসেন। বিমানবন্দর থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উৎসুক জনতার ভিড় আর গগনবিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় বিদেশে অবস্থানের কারণে তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। এ সময় স্বামী পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও বোন শেখ রেহানার সঙ্গে জার্মানিতে অবস্থান করছিলেন শেখ হাসিনা। দেশে ফেরার আগেই ১৯৮১ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিতে আছে আজ সকাল ১০টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং গণভবনে নেতাকর্মীরা গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। দুপুর দেড়টায় বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ, বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এ ছাড়া শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে সহযোগী সংগঠনগুলো।

 

সর্বশেষ খবর