শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

মমতা ম্যাজিক

মমতা ম্যাজিক

ভারতজুড়ে এখন মোদি রব। তবে এক্ষেত্রে তিনি পিছিয়ে আছেন পশ্চিমবঙ্গে। সেখানের রব মমতা-মমতা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩৪টিই তার দখলে। অথচ বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল, মমতার তৃণমূল কংগ্রেস ৪২-এর অর্ধেক আসনও পাবে না। সেখানে বামফ্রন্ট সাত থেকে ২০টি আসন পাবে। কিন্তু সব ভুল। মমতা ম্যাজিকের সামনে পশ্চিমবঙ্গে কোনো দলই দাঁড়াতে পারেনি। কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনেও জয়মাল্যের ম্যাজিক দেখিয়েছিলেন মমতা। আর তা অব্যাহত রাখলেন লোকসভা নির্বাচনেও। ক্ষমতায় আসীন হওয়া বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে জিতেছে দুটি আসনে। আর ক্ষমতাহারা কংগ্রেস পেয়েছে ৪টি আসন। এ ছাড়া বামফ্রন্ট দুটি আসন পেয়েছে। রাজ্যজুড়ে তৃণমূলের এ সাফল্যে ভোটার ও তৃণমূল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। -কলকাতা প্রতিনিধি

 

সর্বশেষ খবর