শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

কর্মীরা চান প্রিয়াঙ্কাকে

কর্মীরা চান প্রিয়াঙ্কাকে

দুই দফায় ভারত শাসনের পর চরমভাবে লোকসভায় হেরেছে কংগ্রেস। আর এই হারে পুরোটা বর্তেছে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর ওপর। অবশ্য এই দায় স্বীকারও করেছেন রাহুল গান্ধী। দলের সভানেত্রী ও তার মা সোনিয়া গান্ধীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে রাহুল গতকাল বলেন, 'আমার মতে কংগ্রেস খারাপ করেছে। এখানে আমাদের অনেক কিছু ভাবার আছে। যা ঘটেছে তার জন্য আমি নিজেকে দায়ী মনে করি।' তবে এই বলেও পার পাচ্ছেন না রাহুল। ভারতের ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধীর সামনে অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। গতকাল বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটাই আভাস দেওয়া হয়। আর কংগ্রেসের নেতা-কর্মীরা এ ফলাফলে রাহুলকে দায়ী করলেও গান্ধী পরিবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না। তারা চাইছেন এই চরম অবস্থায় কংগ্রেসের হাল ধরুক প্রিয়াঙ্কা গান্ধী। কারণ, প্রিয়াঙ্কার মাঝে তারা তার দাদিমা ইন্দিরা গান্ধীর ছবি দেখতে পাচ্ছেন। দল চালানোর মতো ক্যারিশমাও তার মধ্যে আছে। এবারের নির্বাচনে ভারত চষে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা। গণমাধ্যমেও রাহুলের চেয়ে এগিয়ে ছিলেন প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কা কিন্তু বরাবরই বলে আসছেন, তিনি নেতৃত্ব চান না এবং এতে তিনি আগ্রহীও নন। অনেকেই এরই মধ্যে বলতে শুরু করেছেন, রাজনীতিবিদ হিসেবে রাহুল ব্যর্থ। নির্বাচনী প্রচারের সময় জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন রাহুল। তবে এ কাজে তার সাফল্য প্রশ্নবিদ্ধ। বরং রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নাম না লিখেও রাহুলকে ছাড়িয়ে গেছেন বোন প্রিয়াঙ্কা।

 

 

সর্বশেষ খবর