শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

ব্যাংক লোপাট করলে বিনিয়োগ হবে না

পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ব্যাংকের ওপর হামলা থামাতে হবে। ব্যাংকে টাকা লোপাট হলে বিনিয়োগ হবে না। হাজার হাজার কোটি টাকা লোপাট করে পাচার করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া থামাতে হবে। সুষ্ঠু পন্থায় ব্যাংক ঋণ দিতে হবে। গতকাল রাজধানীর মতিঝিলে বিনিয়োগ বোর্ড আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এম এ সামাদের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সমুদ্রবিষয়ক বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ চৌধুরী, বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প সৃষ্টিতে ব্যাংক ঋণ সহজ শর্তে নেওয়া যায়। এক্ষেত্রে প্রক্রিয়া মেনেই সরকারের কাছে আবেদন করতে হবে। ব্যাংকগুলোকে বিনিয়োগের জন্য সঠিক পদ্ধতি মেনে ঋণ দিতে হবে। বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যাংকিং খাতে আরও বেশি স্বচ্ছতা নিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের সাগর তলদেশে সম্পদে অপার সম্ভাবনা রয়েছে। সমুদ্র সম্পদের উৎসগুলো ব্যবহারে দেশের বেসরকারি খাতকে মূল ভূমিকা পালন করতে হবে। সাগরের সম্পদগুলো কাজে লাগাতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা। এ সুযোগ বাংলাদেশে আগে আসেনি। এ সুযোগকে কাজে লাগাতে হবে। পরবর্তী প্রজন্মকে সমুদ্রভিত্তিক অর্থনীতি সম্পর্কে অবগত করতে বিষয়টি পাঠ্য বইয়ে নিয়ে আসতে হবে। আর এ অর্থনীতির উন্নয়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, এ জন্য প্রয়োজনীয় সমীক্ষা করতে হবে।
এ সময় তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সমুদ্রবক্ষে তেল-গ্যাসের সমীক্ষা করা হচ্ছে, গবেষণা হচ্ছে। সমুদ্রসম্পদ কাজে লাগালে দেশের অর্থনীতি উপকৃত হবে। সমুদ্র সমীক্ষা ও সম্পদ আহরণের কাজ দুটোই সমানভাবে পরিচালনা করতে হবে। এ সমীক্ষা সরকারি এবং বেসরকারি উদ্যোগে করা যেতে পারে। সরকার সহযোগিতা করবে।

সর্বশেষ খবর