শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

আজ ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

এবারের প্রথম হজ ফ্লাইট আজ ঢাকা ছাড়ছে। সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ৭৭৭ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। প্রথম হজ ফ্লাইটে ৪১৯ জন হাজি যাত্রা করবেন। একই দিন বিকালে আরেকটি ফ্লাইটে ৪৩৫ জন হজযাত্রী ঢাকা ছাড়বেন। এভাবে মোট ১৩০টি ফ্লাইটে ৪৯ হাজার ৮০০ হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ ঢাকা ছেড়ে যাবেন শুধু ব্যালটি হাজিরা। পবিত্র হজ শেষে ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

 

সর্বশেষ খবর