বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

নিউইয়র্কে কেমন আছেন খোকা

নিউইয়র্কে কেমন আছেন খোকা

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এখন নিউইয়র্কে। ক্যান্সারে আক্রান্ত খোকা উন্নততর চিকিৎসার জন্য নিউইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়্যাল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে এনআরবি নিউজকে খোকা বলেন, ওষুধ গ্রহণ করছি। ১৭ সেপ্টেম্বর আবারও পরীক্ষা করা হবে। ১৮ সেপ্টেম্বর চিকিৎসকরা সর্বশেষ অবস্থা জানাবেন। এরপরই পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হবে। দুই মাস আগে চিকিৎসার জন্য নিউইয়র্ক গেছেন খোকা। নিউইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাছে এলমাস্টে সপরিবারে থাকছেন তিনি। এখন পর্যন্ত সেখানকার প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগ দেননি তিনি। তবে আগামী ৩০ আগস্ট ফোবানার একাংশের দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সম্মেলনে’ যোগ দিতে পারেন তিনি। এদিকে গত রবিবার ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খোকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং এলাকা অবৈধভাবে দোকানের জন্য বরাদ্দ দেওয়ার অভিযোগ তদন্ত করে খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ প্রসঙ্গে সাদেক হোসেন খোকা বলেন, আন্দোলনের ভয়ে দিশাহারা হয়ে সরকার আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি সুস্থ হলেই ফিরে যাব বাংলাদেশে। এর পর এসব বানোয়াট মামলার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব। তিনি বলেন, দুদকের এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে।-নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর